আনন্দনগরের আনন্দমার্গ হাইস্কুলে নবীন বরণ
২৪শে ফেব্রুয়ারী’২৪ আনন্দনগর আনন্দমার্গ হাইস্কুলের নবীন বরণ অনুষ্ঠান আচার্য কিষণসিংসুদ দাদাজীর প্রজ্জ্বলনের মধ্যদিয়ে উদ্ভোধন করা হয়৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচার্য মুক্তানন্দ অবধূত, আচার্য শিবব্রতানন্দ অবধূত ও আচার্য প্রভা সুদ৷
প্রভাতসঙ্গীত পরিবেশনের পর নবীন ছাত্রদের চন্দন তিলক, মুখমিষ্টি ও নবীন ছাত্রদের স্কুলের প্রধান শিক্ষক আচার্য প্রজ্ঞানানন্দ অবধূত আশীর্বচন পত্র দিয়ে নতুনদের বরণ করা হয়৷