শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী মহাপ্রয়াণের ৩৪বর্ষ পূর্ত্তি উপলক্ষ্যে
২৫ অক্টোবর ঃ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পার্থিব দেহের মহাপ্রয়াণের ৩৪বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে গত ২১ অক্টোবর থেকে কলকাতায় অনুষ্ঠিত ছয় দিন ব্যাপী অখণ্ড কীর্ত্তনে দেশ বিদেশ থেকে হাজার হাজার আনন্দমার্গী সমবেত হয়েছেন৷ মার্গগুরুদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে, সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনন্দমার্গীরা এই অখণ্ড কীর্ত্তনে যোগদান করেছেন৷ ‘ৰাৰা নাম কেবলম্’ মহামন্ত্রের মধুর ধবনিতে আকাশ-বাতাস মুখরিত৷ আশ্রম প্রাঙ্গণে এক অভিনব ভক্তিভাবমণ্ডিত স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়েছে৷ নানান ভাষাভাষী হাজার হাজার মানুষ এক আনন্দ পরিবারের সদস্য হিসেবে এক সঙ্গে মিলেমিশে ভজন-কীর্ত্তন আহার করছ