৯৫তম অস্কারের মঞ্চে ভারতীয় ছবির জয়জয়কার৷ একদিকে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছে ‘দ্যা এলিফ্যান্ট হুইস্পারার্স’৷ অন্যদিকে , মৌলিক গানের বিভাগে সেরার শিরোপা অর্জন করেছে আর.আর.আর ছবির গান ‘নাটু নাটু’৷ দীর্ঘ জল্পনার পরে সেরার সম্মান মাথায় উঠেছে রাজামৌলির ছবির গানের৷ ‘নাটুনাটু’র অস্কার জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ৷ বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি, ‘নাটু নাটু’র সাফল্যে আপ্লুত দেশের তাবড় তারকারা৷ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেয়েছে ভারতীয় সংস্কৃতির গান, কী বললেন পরিচালক বিবেক অগ্ণিহোত্রী?
‘দ্য কশ্মীর ফাইলস্’ পরিচালকের দাবি, বিশ্বমঞ্চে ভারতীয় ছবির জন্য একটা সুবর্ণ সময়৷ আমাদের ‘দ্য কশ্মীর ফাইলস্’ ছবির হাত ধরে বিশ্বমানের দর্শকের কাছে ভারতীয় ছবির জন্য এটা সুবর্ণ সময়৷ আমাদের ‘দ্য কশ্মীর ফাইলস্’ ছবির হাত ধরে বিশ্বমানের দর্শকের কাছে ভারতীয় ছবির দরজা খুলেছে৷ তারপর সেই রাস্তায় হেঁটেই ‘আর.আর.আর’ সাফল্য অর্জন করেছে৷