সম্প্রতি শোণিতপুর জেলার বরসালায় উচ্ছেদ হওয়া ৬০টি হিন্দু বাঙালী পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান রাখল ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটি৷ দলের রাজ্য সচিব সাধন পুরকায়স্থ বলেন, মা-বোনদের সব হারানোর কান্না বিজেপির বাঙালী ভক্তকুল চেয়ে দেখুন৷ দেশভাগের বলি পূর্ববঙ্গ থেকে আগত নিপীড়িত হিন্দুদের নাগরিকত্বের আশ্বাস দিয়ে ভোট নিয়ে গদি দখল করার পর প্রতিশ্রুতি ভঙ্গ করে এই বিজেপি সরকার কিভাবে বুলডোজার চালাচ্ছে এই বাঙালী হিন্দুদের উপর৷ ডিটেনশনক্যাম্প তৈরি হয়েছে শুধু বাঙালীদের গারদে ঢোকানোর জন্য৷ এরপরেও অসমের বাঙালীরা, বরাক উপত্যকার বাঙালীরা কিভাবে বিজেপিকে সমর্থন করবেন? বিজেপি বাঙালী বিদ্বেষী একটি দল৷ এই বিজেপির লক্ষ্যই হল বাঙালীদের, অসম থেকে উৎখাত করা৷ বাঙালীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা৷ কোথায় গেলো দেশভাগের বলি লোকদের প্রতি জাতীয় নেতাদের প্রতিশ্রুতি, তাই বাঙালীদের কাছে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে আহ্বান রাখছি ধর্মমত নির্বিশেষে সমস্ত বাঙালীরা ঐক্যবদ্ধ হোন৷ বিজেপির এই বাঙালী বিরোধী চক্রান্তের বিরুদ্ধে বিজেপিকে পরাস্ত করতে বাঙালীর ঐক্যবদ্ধতা একান্ত প্রয়োজন৷