আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বাঙালীর আহ্বান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বাঙলার নির্বাচনে গতবারের যে সকল এম.এল.এ রা এবারের নির্বাচনে টিকিট না পেয়ে কান্নাকাটি করছেন তাঁরা একবার ভাবুনতো! লক্ষ লক্ষ বাঙলার সন্তান চাকুরী না পেয়ে শুধু কান্নাকাটি করছে না,আত্মহত্যাও করছে৷ পাঁচ বছরে তাদের কতজনের স্থায়ী অর্থনৈতিক সমাধানের ব্যবস্থা করেছেন! এম.এল.এ হয়ে পাঁচ বছরে স্থায়ীভাবে নিজের ও পরিবারের জন্য পেনসনভোগের স্থায়ী করেছেন৷

আপনারা বিধায়ক না হয়েও ওই বেকারদের কথা ভেবে কিছু করলে ভাবতুম আপনি আসল বেকার দরদী৷ এবার গাছ বানরদের মত এক ডাল থেকে অন্যডালে যাবেন  সুবিধা ভোগ করার জন্য৷

আপনাদের কাছে আদর্শের বালাই নেই বলেই বাঙলা ও বাঙালীর  যুব সম্প্রদায়ের এত দুঃখভোগ৷

বাঙালী ও বাঙলাকে শোষণমুক্ত ও স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চল গড়তে, ‘আমরা বাঙালী’ দল প্রাউট দর্শনের (সামাজিক অর্থনৈতিক তত্ত্ব) আলোকে কয়েক দশক ধরে সামাজিক ও অর্থনৈতিক গণতান্ত্রিক পরিকাঠামো প্রতিষ্ঠা করতে সংগ্রাম চলেছে৷ আমরা বাঙালী বাঙালীর এই চরম দুঃসময়ে দলমত সম্প্রদায়ের ঊধের্ব উঠে সকল বাঙালীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় একটি শোষণমুক্ত সামাজিক অর্থনৈতিক অঞ্চল বাঙালীস্তান গড়তে৷ এবারে ভোট সেই লক্ষ্যে প্রয়োগ করুন৷