বাঙলার নির্বাচনে গতবারের যে সকল এম.এল.এ রা এবারের নির্বাচনে টিকিট না পেয়ে কান্নাকাটি করছেন তাঁরা একবার ভাবুনতো! লক্ষ লক্ষ বাঙলার সন্তান চাকুরী না পেয়ে শুধু কান্নাকাটি করছে না,আত্মহত্যাও করছে৷ পাঁচ বছরে তাদের কতজনের স্থায়ী অর্থনৈতিক সমাধানের ব্যবস্থা করেছেন! এম.এল.এ হয়ে পাঁচ বছরে স্থায়ীভাবে নিজের ও পরিবারের জন্য পেনসনভোগের স্থায়ী করেছেন৷
আপনারা বিধায়ক না হয়েও ওই বেকারদের কথা ভেবে কিছু করলে ভাবতুম আপনি আসল বেকার দরদী৷ এবার গাছ বানরদের মত এক ডাল থেকে অন্যডালে যাবেন সুবিধা ভোগ করার জন্য৷
আপনাদের কাছে আদর্শের বালাই নেই বলেই বাঙলা ও বাঙালীর যুব সম্প্রদায়ের এত দুঃখভোগ৷
বাঙালী ও বাঙলাকে শোষণমুক্ত ও স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চল গড়তে, ‘আমরা বাঙালী’ দল প্রাউট দর্শনের (সামাজিক অর্থনৈতিক তত্ত্ব) আলোকে কয়েক দশক ধরে সামাজিক ও অর্থনৈতিক গণতান্ত্রিক পরিকাঠামো প্রতিষ্ঠা করতে সংগ্রাম চলেছে৷ আমরা বাঙালী বাঙালীর এই চরম দুঃসময়ে দলমত সম্প্রদায়ের ঊধের্ব উঠে সকল বাঙালীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় একটি শোষণমুক্ত সামাজিক অর্থনৈতিক অঞ্চল বাঙালীস্তান গড়তে৷ এবারে ভোট সেই লক্ষ্যে প্রয়োগ করুন৷