ম্যারাথন লোকসভা নির্বাচনের প্রথম পর্ব শেষ হয়েছে৷ আজ ২৬শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন৷ নেতাদের কন্ঠে এখন বাগাড়ম্বরপূর্ণ ভাষার ফুলঝুরি৷ সে ভাষায় জনগণের সংকট মোচনের সমস্যা সমাধানের কোন আশার বাণী নেই৷ শুধু পরস্পরের প্রতি হুমকি ও অশালীন ভাষা প্রয়োগ৷ নেতারা শুধু পরস্পরের প্রতি বিদ্বেষ-বিষ ছড়াচ্ছে৷
প্রাউট দর্শনের অনুগামী আমরা বাঙালী সংঘটন ত্রিপুরা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের বেশ কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ উত্তরবঙ্গে প্রচারের দায়ীত্বে থাকা আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী তপোময় বিশ্বাস বলেন--- আমরা বাঙালীর লক্ষ্য এক ভাষা এক নির্বাচন এক দেশ নয়৷ ভারতবর্ষ ৪৪টি জনগোষ্ঠীর দেশ৷ প্রত্যেকটি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, কৃষ্টি, সাহিত্য সংস্কৃতি আছে৷ প্রত্যেকের নিজস্ব নৃতাত্ত্বিক পরিচয় আছে৷ এসবের সঙ্গে ভৌগোলিক অবস্থান বিচার করে ভারতবর্ষকে ৪৪টি স্বয়ংসম্পূর্ণ সামাজিক, অর্থনৈতিক অঞ্চলে ভাগ করে প্রত্যেকটি অঞ্চলকে অর্থনীতির দিক থেকে স্বনির্ভর করে গড়ে তোলা প্রাউটিষ্টদের প্রাথমিক লক্ষ্য৷
প্রত্যেক মানুষকে জীবন যাপনের নূ্যনতম প্রয়োজন পূর্ত্তির ক্রয়ক্ষমতা দেওয়া৷ ধনি দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা৷ এরপর প্রতিভাসম্পন্ন ও বিশেষ গুণসম্পন্ন মানুষের সুখসুবিধার ব্যবস্থা করতে হবে যাতে সমাজ তাদের প্রতিভার সুফল পেতে পারে৷ শ্রী বিশ্বাস বলেন---একমাত্র আমরা বাঙালীই পারবে অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক ভেদ-বিদ্বেস দূর করে আদর্শ সমাজ গড়তে৷ যে সমাজ গড়ার পথ দেখিয়েছে প্রাউট দর্শন৷