আগামী ৪ মার্চ থেকে নিউজিল্যাণ্ডে শুরু হতে চলেছে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ৷ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হবে ওয়েস্ট ইন্ডিজের৷ দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যাণ্ড৷ আগামী ৬ই মার্চ,২০২২ এ ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে৷ মোট ৩১ দিনের এই প্রতিযোগিতায় মোট ৩১টি ম্যাচ হবে৷ মোট আটটি দল খেলবে ও একে অপরের সঙ্গে লড়বে বিশ্বকাপের জন্য৷ অস্ট্রেলিয়া, ইংল্যাণ্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত আগেই বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে৷ বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিং এর ভিত্তিতে যোগ্যতা অর্জন করেছে৷ আয়োজক দেশ হিসেবে সুযোগ পাচ্ছে নিউজিল্যাণ্ড৷ আরও তিনটি দল নিয়ে এই প্রতিযোগিতা হত, কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্ব এ বারের মতো আয়োজন করা যায়নি৷ লিগ পদ্ধতিতেই হবে এই প্রতিযোগিতা৷ যেখানে প্রত্যেকটি দল একে অন্যের সঙ্গে খেলার সুযোগ পাবে৷ পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল চলে যাবে সেমিফাইনালে৷ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মিতালি রাজ ও তার দল সেদেশে উড়ে যাচ্ছেন সিরিজ খেলার জন্য৷ তাহলে তো আরও ভাল হলো নিউজিল্যাণ্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়ে গেছে ভারতীয় মহিলা দল৷ বিশ্বকাপের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় দলের ওপেনার মন্ধানা৷ সদ্য বিগ ব্যাশে সেঞ্চুরি করেছেন স্মৃতি৷ তিনি চান বিশ্বকাপের আগে আরও ধারাবাহিক ছন্দে ব্যাটিং করতে৷ গত দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচগুলিতে সেরকমভাবে ছন্দে ছিলেন না স্মৃতি৷ তবে তাঁর বিশ্বাস, বিশ্বকাপের আগে সেরা ছন্দেই থাকতে হবে তাকে৷
বিশ্বকাপের ভারতের ম্যাচের আগাম তালিকা ঃ--- ১) পাকিস্তান (৬ই মার্চ) (২) নিউজিল্যাণ্ড (১০ই মার্চ), (৩) ওয়েস্ট ইন্ডিজ (১২ মার্চ), (৪) ইংল্যাণ্ড (১৬ই মার্চ), (৫) অস্ট্রেলিয়া (১৯মার্চ) (৬) বাংলাদেশ (২২ মার্চ) (৭) দক্ষিণ আফ্রিকা (২৭শে মার্চ),
(৮) প্রথম সেমিফাইনাল (৩০ শে মার্চ) (৯) দ্বিতীয় সেমিফাইনাল (৩১মার্চ)
(১০) ফাইনাল (৩রা এপ্রিল)