আসন্ন মহিলা বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা দলের বাছাই পর্ব শেষ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

 চলতি বছরের ৬ই মার্চ থেকে বে ওভালে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে  ভারতের মেয়েরা৷ প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান৷ রাউন্ড রবিন ফরম্যাটে হবে খেলা৷ অর্থাৎ সব দেশকে সব দেশের সঙ্গে খেলতে হবে৷ গ্রুপ পর্যায়ে মোট সাতটি ম্যাচ খেলতে হবে মিতালিদের৷

তাই এই বছরে নিউজিল্যাণ্ডে হতে চলা মহিলাদের একদিনের বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা করল বিসিসিআই৷ গত বৃহস্পতিবার ১৫জন সদস্যের দল ঘোষনা করে বোর্ড৷ অধিনায়কত্ব করবেন মিতালি রাজ৷ সহ-অধিনায়ক হরমনপ্রীত কর৷ দলে রয়েছেন ঝুলন গোস্বামী৷ উল্লেখযোগ্য  ভাবে দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার জেমিয়া রড্রিগেজ ও জোরে বোলার শিখা পাণ্ডে৷ দুজনেই বেশ কয়েক বছর ধরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত৷ ঝুলন ছাড়াও দলে রয়েছেন বাঙলার রিচা ঘোষ৷ উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে তাঁকে৷