আত্মহত্যায় রেকর্ড---২০২২-এ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২০২২ সালে সারাদেশে আত্মহত্যা করেছে একলক্ষ ৬৪ হাজার ৩৩জন গত ৫৬ বছরে যা সর্বাধিক৷ এন.সি.আর.বি (ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো) এই পরিসংখ্যান প্রকাশ করেছে৷ ২০২১ এর তুলনায়,২০২২এ আত্মহত্যার হার সাত শতাংশের বেশী৷

১০ই সেপ্ঢেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে কলকাতা পুলিস ও একটি সামাজিক সংস্থা যৌথভাবে আত্মহত্যা প্রতিরোধে মানুষকে সচেতন করতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল৷  সেই অনুষ্ঠানেই এই পরিসংখ্যা প্রকাশ করা হয়৷ যে পাঁচটি রাজ্যে আত্মহত্যার হার সবথেকে বেশী সেখানে তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের নামও আছে৷ ১৯৬৭ সাল থেকে এনসিআর বি আত্মহত্যার পরিসংখ্যান রাখছে৷ সমাজের বিভিন্নস্তরের গুনীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ শিক্ষক সমাজের বক্তব্য ছাত্রসমাজের মধ্যে আত্মহত্যার প্রবণতা মারাত্মকভাবে বেড়েছে৷