বাগমুণ্ডিতে আমরা বাঙালীর স্মারকলিপি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২ই ডিসেম্বর পুরুলিয়া জেলার বাগমুণ্ডি ব্লকের সহ কৃষি অধিকর্তার নিকট আমরা বাঙালী দলের পক্ষ থেকে কৃষি তথা বাগমুণ্ডি ব্লকের সার্বিক উন্নয়নের জন্য  একটি গণ ডেপুটেশন দেওয়া হয়৷ এরপর বাগমুণ্ডি বাজারে একটি পথসভার আয়োজন করা হয়৷ পথসভায় বক্তব্য রাখেন আমরা বাঙালীর একনিষ্ঠ কর্মী শ্রী বিভূতি দত্ত, রতন চন্দ্র মাহাত প্রমুখ৷ পথসভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ মাহাত, মকর চন্দ্র মাহাত প্রমুখ৷ বক্তারা বাগমুণ্ডি ব্লকের নানান সমস্যা তুলে ধরেন৷ প্রথমতঃ সমস্ত কৃষিঋণ মুকুব করতে হবে৷ ককদের ফসল মজুত রাখার জন্যে অবিলম্বে বাগমুণ্ডিতে একটি হিমঘর তৈরী করতে হবে৷ বাগমুণ্ডির সকল কর্ষকদের জন্যে কৃষি পেনশনের ব্যবস্থা করতে হবে৷ ফসল বীমা সম্পর্কে সরকারী ভাবে কর্ষকদের সচেতন করতে হবে৷ ধানের তুষ থেকে রাইস ব্র্যান অয়েল নামক যে উচ্চমানের ভোজ্য তেল তৈরী হয় তা অবিলম্বে বাগমুণ্ডি ব্লকে খুলতে হবে ও গ্রামীণ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে৷ বাগমুণ্ডির নদীগুলিতে যে সকল চেক ড্যাম নির্মাণ করা হয়েছে সেগুলিতে অবিলম্বে পাম্প সেটের মাধ্যমে জলসেচের ব্যবস্থা করতে হবে৷