বাগনান আনন্দমার্গ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে ফেব্রুয়ারী হাওড়া জেলার বাগনান চালিধাউড়িয়া আনন্দমার্গ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ স্কুলের কচি কাচা ছাত্র-ছাত্রারা আবৃত্তি ছড়া পাঠ ইত্যাদির মাধ্যমে তাদের নান্দনিক অভিপ্রকাশে কয়েকঘন্টা সকলকে আনন্দে মুখরিত করে রাখে৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন লক্ষ্মীকান্ত হাজরা ও জেলার ডায়োসিস সচিব আচার্য ব্রজকৃষ্ণানন্দ অবধূত৷ সহযোগিতায় ছিলেন অবধূতিকা আনন্দপ্রাণা আচার্যা ও জেলার ভুক্তিপ্রধান সুব্রত সাহা৷ সমগ্র অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ অবধূতিকা আনন্দরসধ্যানা আচার্যা৷