বৈচিতে যোগ ক্লাস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৯শে আগষ্ট হুগলী জেলার বঁৈচির হাতনি পূর্ণচন্দ্র বিদ্যামন্দিরে ছাত্র-ছাত্রাদের নিয়ে একটি যোগ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরে যোগের তাৎপর্য ব্যাখ্যা করেন ও বিভিন্ন যোগাসন অনুশীলনে প্রশিক্ষণ দেন হুগলী জেলার আনন্দমার্গ মহিলা কল্যাণ বিভাগের ডায়োসিস সেক্রেটারী অবধূতিকা আনন্দ দূ্যতিময়া আচার্যা, অবধূতিকা আনন্দ রত্নপ্রভা আচার্যা, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও আচার্য প্রসূনানন্দ অবধূত৷ শিবির পরিচালনায় সাহায্য করেন স্কুলের প্রধান শিক্ষক ও অনান্যসহ শিক্ষকবৃন্দ৷