বাজেটে বঞ্চিত বাঙলা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

যতই সোনার বাঙলার আবাজ তুলে বাঙলা দখলের প্রয়াস করুক--- সেটা যে কত বড় ধোঁকা ছিল এবারের বাজেটে বাঙলার জন্যে রেল বরাদ্দে সেটা স্পষ্ট৷ নেহেরু থেকে নরেন্দ্র মোদি বাঙলার প্রতি বঞ্চনার ধারা অব্যাহত৷

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকা কালীন কাঁচরাপাড়ায় রেল কোচ নির্মাণের কারখানার প্রকল্প নিয়েছিলেন৷ সেই কারখানার জন্যে বরাদ্দ মাত্র এক হাজার টাকা৷ গত বছরও মোদির বাজেটে বরাদ্দ হয়েছিল এক হাজার টাকা৷ এছাড়া লক্ষ্মীকান্তপুর, নামখানা, তারকেশ্বর, মগরা নতুন লাইনের জন্যে বরাদ্দ মাত্র এক হাজার টাকা করে৷ নিউআলিপুর আক্রা-বজবজ গেজ পরিবর্তনের জন্যে বরাদ্দ একহাজার টাকা৷ ‘আমরা বাঙালী’ নেতা জয়ন্ত দাশ এটাকে রাজ্যবাসীর সঙ্গে কেন্দ্রের তামাশা বলে উল্লেখ করেন৷ লিলুয়া-ডানকুনি-ফুরফুরা শরিফ, লালগোলা-জিয়াগঞ্জ ডবল লাইনের কাজে, নিউগড়িয়া রেলটার্মিনাল, দমদম জংশনে ফ্লাইওভার প্রভৃতি বিভিন্ন প্রকল্পে বরাদ্দ অনেকটাই কমিয়ে দিয়েছে এই বাজেটে৷ চক্ররেলে বারো বগির ট্রেন চালানোর প্রকল্পে কোন বরাদ্দ হয়নি৷ গত বাজেটেও কোন বরাদ্দ হয়নি৷ তবে নেতাজী সুভাষ প্রেক্ষাগৃহে আধুনিকিকরণে বাজেট কিছুটা বেড়েছে৷ রাজ্যের শাসকদলের অভিযোগ রাজ্যের সঙ্গে কেন্দ্রের এটা বিমাতৃসুলভ আচরণ৷