দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি ও তাপপ্রবাহের কারণে রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন, পশ্চিম মেদিনীপুর পরিচালিত ৫ম বর্ষ গল্প বলা প্রতিযোগিতাও উৎসব শুরু হতে দেরি হয়ে যায়৷ ২৬ শে জুন, ২০২৪ বুধবার ডেবরা ব্লকের অন্তর্গত বালিচক ক্রিস্টোফার ডে স্কুলে গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল৷ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ৪৫ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে৷ প্রধান শিক্ষক শ্রী রঞ্জিত কুমার দাস এই প্রতিযোগিতার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন৷ সংস্থার সম্পাদক শ্রী বিশ্বদেব মুখোপাধ্যায় ছাত্র ছাত্রাদের প্রতিযোগিতা বিষয়ে বুঝিয়ে বলেন৷ অধিকাংশ শিক্ষার্থী খুব সুন্দর ভাবে গল্প টি পরিবেশন করে৷ বিচারক হিসেবে উপস্থিত কল্পনা গিরি ও মৌমিতা বাঁকুড়া ৪৫ জন প্রতিযোগীর মধ্যে যে সেরা পাঁচজনকে বেছে নেন তারা হল - অস্মিতা সামন্ত(১ম), ঋদ্ধিতা গোস্বামী (২য়), শ্রেয়সী পাল(৩য়), শ্রীশা বারিক (৪থ) ও সৌমিলি মণ্ডল(৫ম)৷ শংসাপত্র সহ পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের শেষ পর্বে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাওয়া কর্তৃপক্ষকে বিদ্যালয়ের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তা প্রদান করেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়