সংবাদদাতা
পি.এন.এ.
সময়
শিলিগুড়ি লাগোয়া আমড়াবাড়ী গ্রামের বিবেক নামে নয় বছরের এক বালক খেলতে খেলতে তার অসতর্কতায় গলায় আটকে যায় খেলনা বাঁশী৷ কথা বলতে গেলেই বাঁশির সুর বার হয়ে আসত৷ এলাকায় কেউ কেউ বালকটিকে একদলা ভাত গিয়ে খাওয়ানোর পরামর্শ দেন৷ বিবেকের াা কারও পরামর্শ না শুনে ছেলেকে নিয়ে সোজা হাজির হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে৷ চিকিৎসকরা এক্সরে করে বাঁশিটির অবস্থান নিশ্চিত করার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়৷ অস্ত্রোপচার করে চিকিৎসকরা নালী থেকে বের করেন বাঁশিটিকে৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নাক, কান, গলার চিকিৎসক রণজিৎ মাহাতো বলেন বাঁশিটি শ্বাসনালীতে আটকে ছিল৷ আরও ভিতরে ঢুকলে বিপদ হতে পারত৷