৮ই জানুয়ারী ও ৯ই জানুয়ারী বামেদের ডাকা ২ দিনের ধর্মঘট কার্যতঃ বানচাল হয়ে গেল৷ বাম ও তাদের সহযোগী দলগুলি এই ৪৮ ঘন্টা ধর্মঘটকে ইস্যু করে সাংঘটনিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু খুব একটা লাভ হল না৷ কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ১৭টি শ্রমিক সংঘটনের পক্ষ থেকে এই ৪৮ ঘন্টা ধর্মঘট ডাকা হয়েছিল৷ এ রাজ্যে নবান্ন, নব মহাকরণ, মহাকরণ, বিকাশ ভবন সহ প্রায় সমস্ত সরকারী অফিসে প্রায় ৯৬ শতাংশ হাজিরা ছিল৷
যদিও রাজ্যের বিভিন্ন স্থানে কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে কিছু রাস্তা অবরোধ, রেল অবরোধ হয়েছে, বিভিন্ন জায়গায় গাড়ী ভাঙ্গচুর ও অগ্ণিসংযোগের কিছু ঘটনা ঘটেছে৷ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷ তবে সামগ্রিকভাবে রাজ্যে ধর্মঘটের প্রভাব কমই পড়েছে৷
যে টুকু ক্ষতি হয়েছে৷ তা সাধারণ গরীব মানুষেরই ক্ষতি হয়েছে৷ কিন্তু যাদের বিরুদ্ধে এই বনধ ডাকা তাদের কোনো ক্ষতি হয়েছে বলে মনে হয় না৷