সম্প্রতি অসমের তিনসুকিয়াতে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ব্যানারে কালো কালি লাগানোর অভিযোগ উঠেছে লাচিত সেনার বিরুদ্ধে৷ এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবী জানাচ্ছে ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটি৷
আমরা বাঙালীর অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ এক প্রেস বিবৃতিতে বলেন - দিন কয়েক আগে আমরা দেখতে পাই লাচিত সেনার সদস্যরা নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বাংলা ভাষায় লেখা ব্যানারে কালো রঙ লেপছে৷ এই ঘটনা অনভিপ্রেত এবং নিন্দনীয়৷ সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রাপ্ত ভাষা বাংলা ভাষা৷ সংবিধানের উল্লেখিত নিজের মাতৃভাষার চর্চা করার অধিকার সার্বজনীন৷ আর্টিকেল ২৯ অনুযায়ী, ভারতবর্ষের যে কোন প্রান্তে নিজের মাতৃভাষার চর্র্চ করা যাবে৷ এছাড়াও বাংলা ভাষা অষ্টম তফশিলি অন্তর্ভুক্ত সরকারি স্বীকৃতি প্রাপ্ত ভাষা৷ রাষ্ট্রসঙ্ঘ বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে৷ সেখানে জোর পূর্বক বাংলা ভাষাকে কালো রঙ দিয়ে লেপে দেওয়ার মতন অসাংবিধানিক কাজ যারা করেছেন৷ তাদের বিরুদ্ধে সরকারি ভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে৷ আসলে চক্রান্ত করে অসমের মানুষের মাতৃভাষা বাংলাকে কেড়ে নিয়ে অন্যভাষা চাপিয়ে দেওয়ার অভিপ্রায়৷ ব্রহ্মপুত্র উপত্যকায় অসমীয়া ভাষার প্রচার প্রসারে কোনরকম বাঁধা বাঙালীরা সৃষ্টি করে না, তবে কেন লাচিত সেনারা এইরূপ অসাংবিধানিক কাজকর্ম করছে? সরকারের নীরব দর্শকের ভূমিকা পালন করার উদ্দেশ্যটি পরিষ্কার নয়! অবিলম্বে লাচিত সেনাদের ক্ষমা চাইতে হবে৷ সংবিধান অবমাননা করার দায়ে দোষীদের কড়া শাস্তি চাই৷