বাংলা ভাষাকে আবশ্যিক করার দাবীতে কলকাতার পি.এস.সি ভবনে ‘আমরা বাঙালী’র স্মারকলিপি প্রদান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই অক্টোবর দক্ষিণ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জী রোডস্থিত পি.এস.সি ভবনে (লোকসেবা আয়োগ, পশ্চিমবঙ্গ) ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে পি.এস.সি পরিচালিত পরীক্ষাগুলিতে ১০০ নম্বরের বাংলা ভাষা আবশ্যিকী -করণ,চাকুরীর ক্ষেত্রে ১০০ শতাংশ বাঙালীর অগ্রাধিকার দান ও পরীক্ষার মাধ্যম হিসাবে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার দাবীতে কমিশন অধিকর্র্তর হাতে স্মারকলিপি প্রদান করা হয়৷ পি.এস.সি ভবনের সামনে যে বিক্ষোভ সভা অনুষ্ঠিত সেখানেও ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে এই সমস্ত দাবী তুলে ধরা হয় ও প্রতিটি বাঙালীর যুবক যুবতীর কর্মসংস্থানের লক্ষ্যে ‘আমরা বাঙালী’র এই আন্দোলনের সমর্থনে সমস্ত বাংলা ভাসাভাষী মানুষের প্রতি আহ্বান জানানো হয়৷ তারা আরও বলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন সময় যে সমস্ত শাসক দল ক্ষমতায় এসেছেন, তারা ভোটের রাজনীতি করতে গিয়ে অবাঙালীদের তোষণ নীতি গ্রহণ করেছে, যার ফলে বাঙলার ছেলে মেয়েরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে৷ সুতরাং তারা তাদের রাজনৈতিক স্বার্থের কারণে কখনোই বাঙালীর নায্য দাবীকে পূরণ করতে  এগিয়ে আসবে না৷ সুতরাং বাঙালীর একমাত্র সংঘটন ‘আমরা বাঙালী’ এই লক্ষ্যপূরণের উদ্দেশ্যে ধারাবাহিক আন্দোলন করে চলেছে৷ আর এই আন্দোলন সমস্ত বাঙালীর ঐক্যবদ্ধ সংগ্রামের দ্বারাই সার্থক হওয়া সম্ভব৷