এ বছর রঞ্জিতে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পরেই বাংলার কোচ পরিবর্তন হতে পারে শোণা যাচ্ছিল৷ অরুণ লালের প্রশিক্ষণে পর পর দু’বার বাংলা রঞ্জির ফাইনাল ও সেমিফাইনাল খেললেও তাঁকে সরিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছিল৷ গত ১১ই জুলাই অরুণ লাল নিজেই কোচের পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়ায় সিএবি-র কাজটা সহজ হয়ে যায়৷ তার আগে থেকেই অবশ্য বাংলার নতুন কোচ খোঁজা শুরু হয়ে গিয়েছিল বলে শোণা যায়৷ বাংলার কোচের দায়িত্ব ছাড়ার পর অরুণ লাল বলেছিলেন, ‘‘আমি ক্লান্ত৷ ন’মাস ধরে এই দায়িত্ব সামলানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না৷ শারীরিকভাবে আমি আর পারছি না৷ তাই সিএবিকে জানিয়ে দিয়েছি যে আমি আর বাংলার কোচ হিসাবে থাকতে চাই না৷’’ তাই এবার বাংলার কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন লক্ষ্মীরতন শুক্লা৷ সিএবি-র তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে সূত্রের খবর এমনটাই৷ ব্যাটিং কোচ করা হয়েছে ডব্লিউ রমনকে৷ সৌরাশিস লাহিড়ী সহকারী কোচ ছিলেন৷ তাঁকে অনূধর্ব-২৩ বা অনূর্ধ -২৫ দলের দায়িত্ব দেওয়া হয়েছে৷ গত মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ আনুষ্ঠানিকভাবে লক্ষ্মীরতনের নাম ঘোষণা করেছেন সিএবি৷
সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়