বাংলাদেশে আনন্দমার্গের সেমিনার ও ত্রাণকার্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত জুলাই ও আগষ্ট মাসে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর  ও বরিশালে আনন্দমার্গের সেমিনার অনুষ্ঠিত হ’ল৷ এই সেমিনারে কলকাতা স্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রম থেকে আচার্য প্রসূনানন্দ অবধূত মুখ্য প্রশিক্ষক হিসেবে গিয়েছিলেন৷ তিনি সেমিনারে আধ্যাত্মিক দর্শন, প্রাউট-তত্ত্ব,  আনন্দমার্গের বহুমুখী সেবামূলক  আদর্শ ও কর্মসূচী প্রভৃতির ওপর বিস্তারিত আলোচনা করেন৷

প্রথমে ৬,৭ ও ৮ই জুলাই ঢাকা ডায়োসিসের (কয়েকটি জেলা দিয়ে ডায়োসিসের এলাকা) অন্তর্গত গাজীপুর জেলার জয়দেবপুরে ভাওয়াল রাজের মন্দিরস্থিত আনন্দমার্গ আশ্রমে সেমিনার অনুষ্ঠিত হয়৷ এখানে এই ডায়োসিসের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক আনন্দমার্গী এই সেমিনারে যোগদান করেন৷

এরপর ২০,২১ ও ২২ শে জুলাই  রাজশাহী ডায়োসিসের অন্তর্গত নওগাঁ জেলার  সাদিশপুর আনন্দমার্গ  আশ্রমে  সেমিনার অনুষ্ঠিত হয়৷ প্রায় দুইশতাধিক আনন্দমার্গী  এই সেমিনারে  যোগদান করেন৷

গত ২৭,২৮ ও ২৯ জুলাই পরবর্তী সেমিনারটি অনুষ্ঠিত হয় রংপুর ডায়োসিসের  অন্তর্গত  ঠাকুরগাঁও  জেলার চাঁদপুর আনন্দমার্গ আশ্রমে৷ এই সেমিনারে দুইশতাধিক আনন্দমার্গী যোগদান করেছিলেন৷

৩,৪,৫ আগষ্ট বরিশাল ডায়োসিসের অন্তর্গত বরিশাল জেলার আগুইলঝাড়া ব্লকস্থিত ডুমুরিয়া আনন্দমার্গ আশ্রমে সেমিনার অনুষ্ঠিত হয়৷