সম্প্রতি বাংলাদেশের দিনাজপুর জেলার বীরগঞ্জে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের (এ্যামার্ট ও এ্যামার্টেল) পক্ষ থেকে গত আগষ্ট মাসের ১৫ তারিখ থেকে বন্যাপীড়িতের মধ্যে ত্রাণকার্য চলতে থাকে৷ বীরগঞ্জ কলেজ , গালর্স ও বয়েজ হাই সুকল, ফিশারি আবাসন ইত্যাদি স্থানে অবস্থানরত তিন শতাধিক বন্যার্তদের মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়৷
বাংলাদেশের বন্যাপ্লাবিত কুড়িগ্রাম জেলার কালিগঞ্জ উপজেলায় দেওনিয়া গ্রামে দুই শতাধিক বন্যা দুর্গতের মধ্যে প্রত্যেক পরিবারকে চাল, আলু, ডাল, চিড়া ও শিশুদের জন্যে বিসুকট, লজেন্স প্রভৃতি বিতরণ করা হয়৷ এছাড়া চিকিৎসা শিবির খুলে শতাধিক রোগীর বিনাব্যয়ে চিকিৎসা ও তাদের মধ্যে বিনাব্যয়ে ওষুধ বিতরণ করা হয়৷
২১ শে আগষ্ট থেকে বাংলাদেশের উল্লাপাড়া জেলায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়৷ এই ত্রাণকার্যগুলি পরিচালনা করেন আচার্য প্রসূনানন্দ অবধূত, ঢাকা রিজিয়ানের আর. এস.এল অবধূতিকা আনন্দ নিত্যনবীনা আচার্যা, আর.এস আচার্য শুভদীপানন্দ অবধূত প্রমুখ৷