ক্যান্সার নিরাময় করোনার ভূমিকা নিয়ে একদল বৈজ্ঞানিকের একটি গবেষণাপত্র ছেপেছে বিশ্বখ্যাত জার্র্নল ‘ভাইরাসেস’৷ তাদের গবেষণার বিষয়বস্তু ক্যান্সার নিরাময় করোনা বাইরাসের ইতিবাচক ভূমিকা৷ এই বিজ্ঞানীদলে আছেন পূর্ব মেদিনীপুরের একজন বাঙালী বিজ্ঞানী দেবমাল্য বাড়৷
বেশ কয়েকজন ক্যান্সার রুগী করোনা আক্রান্ত হওয়ার পর তাদের শরীরে আর ক্যান্সারের কোন চিহ্ণ নেই৷ তবে সবার ক্ষেত্রে যে এটা হবে এমনটা কিন্তু নয়৷ এর উপর ভিত্তি করেই গবেষণা শুরু হয়৷ দেবমাল্য বাবু জানান ক্যান্সারকে করোনার কো-মরবিডিটি হিসেবে দেখা হয়৷ তবে একটা ব্যতিক্রম দেখা গেছে৷ করোনা ভাইরাসের মধ্যে ক্যান্সার নির্মূল করার গুণাগুন রয়েছে৷ কিভাবে তা কাজ করছে গবেষণায় সেটাই পর্র্যলোচনা করা হচ্ছে৷ চূড়ান্ত সিদ্ধান্তে আসতে আরও সময় লাগবে৷ তবে একটা জিনিস নিশ্চিত করোনা ভাইরাসকে ক্যান্সার থেরাপি হিসেব ব্যবহার করা যেতে পারে৷ এছাড়াও দেবমাল্যবাবুদের গবেষণায় রয়েছে কোভিডের বাড় বাড়ন্তের ওপর শিল্পায়ণ ও সবুজ ধবংসের প্রভাব৷ এতে দেখা গেছে শিল্পায়ণে উন্নত ও বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বেশি আছে এমন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেশি৷