বাঙালী বিদ্বেষী অশালীন উক্তির প্রতিবাদ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অসমের রদিয়া এলাকায় বন্যা দুর্গতদের  মধ্যে ত্রাণ বন্টন করতে গিয়ে অসমের রাজস্বমন্ত্রী ভবেশ কলিতা বাঙালী জাত নিয়ে যে অশালীন মন্তব্য করেছেন, যাহা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে আমরা বাঙালী অসম রাজ্য কমিটি মন্ত্রীর এই জাতিবিদ্বেষী উক্তির তীব্র নিন্দা ব্যক্ত করছে।

ভারতবর্ষের পবিত্র সংবিধানে জাতিধর্ম বর্ণের উর্দ্ধে থেকে সরকার  ও তার মন্ত্রীরা অঙ্গিকার করে কাজ করার সাথে নিয়ে থাকেন, সেখানে মন্ত্রীর এই উক্তি সেই স্বাধীকার ভঙ্গ করেছে তার বিধানসভায় স্বাধীকার ভঙ্গের প্রস্তাব এনে মন্ত্রী ভবেশ কলিতাকে ভৎর্সনা করার দাবী রাখছে আমরা বাঙালী অসম রাজ্য কমিটি।

সেই সঙ্গে আমরা বাঙালীর গৌরব উজ্জ্বল ইতিহাস অধ্যয়ন করতে মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব ইতিহাস এই বলে দেবে উনার এই  অশালীন উক্তি উদ্দেশ্য প্রণোদিত।

আমরা মন্ত্রী  মহোদয়ের পক্ষ থেকে ইহার স্পষ্টিকরণ দাবী করছি  ও মন্তব্য  যেন উনি প্রত্যাহার করেন।