বাঙালী মহিলা ফুটবলারদের নিয়ে রবীন্দ্রসরোবরে ফুটবল প্রতিযোগিতা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত ৮ই মার্চ নারী দিবসে রবীন্দ্র সরোবরে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়৷  বাঙলার ২২জন মহিলা ফুটবলারকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ হিউম্যান রাইটস্‌ এ্যাণ্ড এ্যান্টি ক্রাইম অর্গানাইজেশনের উদ্যোগে এই প্রতিযোগিতাটি আয়োজিত হয় আর এর সঙ্গে রয়েছে ভারতীয় ফুটবল সংস্থা৷

নারী দিবসের দিন রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা প্রথমবার শুরু হল৷ এর নাম দেওয়া হয়েছে সম্পূর্ণা কাপ৷ হিউম্যান রাইটস্‌ এ্যাণ্ড এ্যান্টি ক্রাইম অর্গানাইজেশনের উদ্যোগের মধ্যে দিয়ে এই সমস্ত মহিলা ফুটবলারদের  বার্র্ত দিয়েছেন যে তারা মহিলা ফুটবলারদের পাশে আছে৷

বিভিন্ন শিল্পপতিরা এই অনুষ্ঠানে আসেন৷  তারা সমাজের কাজে এই বার্র্ত দিয়েছেন যে বাঙলা ভবিষ্যৎ ফুটবলারদের খেলার বাইরেও যেন শিল্পের  সঙ্গে  নিজেদের যোগস্থাপন করতে পারে৷ কর্ম সংস্থানের  নতুন দিশা দেখতে পারে৷ সবচেয়ে উল্লেখযোগ্য হলো হিউম্যান রাইটস্‌ এ্যাণ্ড এ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন বাঙলার এইসব ভবিষ্যৎ ফুটবলারদের পরিবারের কথা মাথায় রেখে তাদের সামাজিক সুরক্ষার দিকটাও দেখার জন্য অঙ্গীকারবদ্ধ