গত ১৭ই ও ১৮ই নভেম্বর উত্তর ২৪পরগণা জেলার বিরাটী মধুমালঞ্চ ভবনে বাঙালী মহিলা সমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে বাঙালীস্তানের ১৫০ জন মহিলা প্রতিনিধি উপস্থিত ছিলেন৷
১৭ই নভেম্বর সম্মেলনের সূচনায় বর্তমান পরিস্থিতিতে বাঙালী মহিলা সমাজের ভূমিকা ও সংঘটনকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে বক্তব্য রাখেন সম্মেলনের সভাপতি বীথিকা বিশ্বাস, কেন্দ্রীয় সচিব কল্পনা গিরি, প্রাক্তন কেন্দ্রীয় সচিব সাগরিকা পাল ও প্রণতি পাল৷ সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা দুইদিনে তাদের বক্তব্য তুলে ধরেন৷
১৮ই নভেম্বর অপরাহ্ণে একটি সুসজ্জিত শোভাযাত্রা বিরাটি শহর পরিক্রমা করে৷ শোভাযাত্রা বণিকমোড়ে এসে সমবেত হয়৷ সেখানে পথসভায় বক্তব্য রাখেন সচিব কল্পনা গিরি, সাগরিকা পাল ও অনিতা চন্দ৷
বক্তারা বর্তমান সমাজে নারী নির্যাতন, শোষণ, সামাজিক অবক্ষয় রুখতে মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রাউট তত্ত্বের বাস্তবায়নে জোর দেন৷ বক্তারা বলেন---আর্থিক বৈষম্য, অশ্লীল চলচিত্র--- বিজ্ঞাপন সঙ্গীত প্রভৃতি অসংস্কৃতির প্রভাবে ছাত্র ও যুব সমাজ অধঃপতে যাচ্ছে৷ তাই শুধু অপরাধীর শাস্তি নয়, অপরাধের উৎস বন্ধ করতে হলে এই অশ্লীল অসংস্কৃতির প্রচার প্রসার বন্ধ করতে হবে৷