বাঙলা ভাগের আবাজ সুকান্তের কন্ঠে প্রতিবাদে সরব বিরোধীরা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিজেপির বাঙালী বিরোধী চরিত্র আবার প্রকাশ হয়ে পড়লো৷ গত ২৪শে জুলাই সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার এক ভিডিও বার্র্তয় বলেন---উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের সাদৃশ্য তুলে ধরে আমি প্রধানমন্ত্রীকে বলেছি পশ্চিমবঙ্গ থেকে পৃথক করে উত্তরবঙ্গকে উত্তরপূর্ব ভারতের সঙ্গে জুড়ে দিতে৷ এতে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বেশী পাওয়া যাবে ও এলাকা উন্নত হবে৷ এখন প্রধানমন্ত্রীর বিবেচনা করবেন৷

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে সুকান্তর এই বার্র্তয় স্পষ্ট যে বিজেপির উপর মহল বাঙলা ভাগের দাবীকে মদত দিচ্ছে৷ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন--- শুধু সুকান্ত নয়, গোটা বিজেপি দলটাই বাঙলা ভাগ চায়৷ যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয় বাঙলা ভাগ নয়, উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের প্রকল্প একসঙ্গে জুড়ে দেওয়ার কথা বলেছে সুকান্ত৷ এই নিয়েও প্রশ্ণ উঠেছে একটি রাজ্যের কিছু অংশ উন্নয়ন প্রকল্পে অন্য রাজ্যের সঙ্গে জুড়ে দেওয়া যায় কিনা৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে ২৫শে জুলাই দিল্লী গেছেন৷ ২৭শে জুলাই নীতি আয়োগের বৈঠকের মধ্যেই তিনি সরব হবেন বাঙলা ভাগের বিরোধিতায় এমনটাই খবর আছে৷

আমরা বাঙালীর প্রতিবাদ ঃ আবারও বাঙলা ভাগের উষ্কাণী৷ এবার খোদ বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মুখে শোনা গেল রাজ্য ভাগের প্রস্তাব৷ তিনি বলেন, উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানায় ‘আমরা বাঙালী’ দল৷ দলের পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস বলেন- বাঙলা সহ গোটা দেশে বিজেপির বিপর্যয়ের পরেও এদের শিক্ষা হয় না! শরিকদের ভরে সরকার টেকাতে হয় যাদের তাদের মুখে এই ধরনের আলটপকা মন্তব্য হাস্যকর৷ এতদিন বলছিল উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য করতে হবে, এখন আবার কি সব প্রলাপ বকছে, আসলে নেই কাজ তো খই ভাজ৷ এরা বাঙলা বাঙালীর চরম শত্রু, বাঙলার উন্নয়ন না করে বাঙলাতে বিভ্রান্ত সৃষ্টি করে প্রচারের আলোয় আসা এদের লক্ষ্য৷ আমরা পরিষ্কার বলে দিচ্ছি বাঙলা ভাগ আমরা মানবো না৷ উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা চলবে না৷ এর ফল বিপরীত হবে এটা যেন বিজেপির রাজ্য সভাপতি মনে রাখেন৷