বাঁকুড়া জেলা ক্রিকেট লিগের ম্যাচে পুরুষদের দলের মুখোমুখি মহিলাদের দল

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আন্তর্জাতিক ক্রিকেটে মহিলারা পরিচিতি পেয়েছে, এবার পুরুষ ক্রিকেটারদের বিরুদ্ধেও ক্রিকেটে নেমেছে তারা৷ বিদেশে অনেক মহিলা ক্রিকেটার পুরুষ ক্রিকেটারদের মুখোমুখি ক্রিকেট খেলেছে এবার আমাদের রাজ্যেও এমন ঘটনা ঘটেছে৷ পুরুষ ও মহিলা নেমে পড়েছে ২২ গজে৷ এই অভিনব ক্রিকেট ম্যাচটি আয়োজিত হয়েছে বাঁকুড়ায়৷

বাঁকুড়ার পল্লবী দাস, নবনীতা চন্দ, মুক্তা রায়, বর্ষা দাস, খুশি খাণ্ডেওয়ালারা এখন তেমন পরিচিত নাম হয়নি৷ কিন্তু মাঠে নামলে তাঁরা কম যান না কোন পুরুষ ক্রিকেটারের থেকে৷ শুধুমাত্র তা নয় একেবারে দলবেঁধে নেমে পড়ে ২২ গজে পুরুস দলের বিরুদ্ধে খেলতে৷

বিভিন্ন সময় ক্লাব স্তরের ম্যাচে দু’একজন মহিলা খেলার সুযোগ পেয়েছেন৷ কিন্তু জেলা ক্রিকেট লিগে প্রথম বার  খেলতে নেমে পুরুষদের দলের বিরুদ্ধে সম্পূর্ণ মহিলাদের দল  এমন কামাল দেখাবে, তা ভাবতে পারেননি সংঘটকরাও৷ বাঁকুড়ার তামলীবাঁধ ময়দানে গত সোমবার জেলা ক্রিকেট লিগের খেলায় শেষ পর্যন্ত পল্লবী, মুক্তা , খুশি, নবনীতারা হারলেও তাঁদের  খেলা সকলের নজর কেড়েছে৷

লিগের বিভিন্ন ডিভিশন মিলিয়ে জেলার মোট ৪৪টি দল অংশ নেয়৷ ৩০ বছরের বেশি সময়  ধরে বাঁকুড়ার এই ক্রিকেট লিগ ছিল পুরুষদের জন্য৷ এবারই প্রথম জেলা ক্রিকেট লিগে খেলার সুযোগ পেলেন মহিলারাও৷ জেলা ক্রীড়া সংস্থার অনুমতি পাওয়ার পর শুধুমহিলাদের নিয়েই ক্রিকেট দল তৈরি করেছে বাঁকুড়া নির্মলডাঙ্গা ক্লাব৷ লিগে দ্বিতীয় কোনও মহিলা দল না থাকায় জগদল্লা যুবক সংঘের পুরুষ দলের সঙ্গেই মহিলা দলকে খেলোনোর সিদ্ধান্ত নেয় বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা৷

টসে জিতে নির্মলডাঙ্গা ক্লাবের মহিলারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷ নির্ধারিত ২৫ ওভারে তাঁরা করেন ৮ উইকেটে ৫৩ রান৷ পল্লবীর ব্যাট থেকে আসে ২৪ রান৷ পুরুষদের বলে একাধিক চারও মেরেছেন তাঁরা৷ ব্যাটের পর বল হাতেও জগদল্লা যুবক সংঘের পুরুষ দলকে বেগ দেন মেয়েরা৷  ৯.৫ ওভারে জন্যে প্রয়োজনীয় রান তুলে নিলেও তাদের ৫ উইকেট হারাতে হয়৷ মুক্তা ৫ ওভার বল করে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন৷