গত ২৭ ও ২৮শে আগষ্ট প্রভাত সঙ্গীতের ৪০ বর্ষপূর্তি উপলক্ষে আনন্দমার্গ স্কুল, দূর্লভপুর, বাঁকুড়াতে দুদিন ব্যাপী প্রভাত সঙ্গীত অবলম্বনে নাচ, গান ও অঙ্কনের প্রারম্ভিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় ৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেক প্রতিযোগী ও প্রতিযোগিনীকে পার্টিসিপেশন সার্টিফিকেট, সান্ত্বনা প্রাইজ ও টিফিনের আয়োজন করা হয়েছিল৷ এছাড়া তারা প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন তাদের অতি উন্নত মানের পুরস্কার প্রদান করা হয়৷ উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যষ্টিবর্গ উপস্থিত ছিলেন ও তাদের মধ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আচার্য তন্ময়ানন্দ অবধূত ও আচার্য পূর্ণদেবানন্দ অবধূত৷ প্রতিযোগিতা অনুষ্ঠানে স্থানীয় মার্গী দাদা-দিদি, ভাই-বোন ও স্কুলের সকল ব্যবস্থাপনায় ছিলেন আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূত৷