গত ১৫ই সেপ্ঢেম্বর বাঁকুড়া জেলার রাইপুরে বক্সী গ্রামে তিন ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কীর্ত্তন চলে৷ এরপর সাধনা ও স্বাধ্যায়ের পরে কীর্ত্তন ও আনন্দমার্গ দর্শনের ওপর বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ তিনি কীর্ত্তনের মহত্ত ও বর্তমান সমাজে আনন্দমার্গের যোগ সাধনার গুরুত্ব বিষয়ে বলেন৷ তিনি আরও বলেন বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি আধ্যাত্মিক চর্র্চ তথা যোগ সাধনার অনুশীলন মানুষ যদি না করে তবে বিজ্ঞান অভিশাপ হয়ে দেখা দেবে৷ সভ্যতার সঙ্কট ঘনিয়ে আসবে৷ সমাজ মনুষ্য বাসের উপযুক্ত থাকবে না৷ এরপর বক্তব্য রাখেন আচার্য অমৃতবোধানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে বলেন৷ কীর্ত্তন পরিচালনা করেন শ্রী সুনীল সাধুখাঁ ও মার্গী ভাইবোনেরা৷ সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন বক্সীগ্রামের নবাগত আনন্দমার্গী অরূপ মণ্ডল৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়