বি এস এফ কর্তৃপক্ষের আমন্ত্রণে আনন্দমার্গ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া জেলার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম এলাঙ্গী, সেই গ্রামের বাংলাদেশ সীমান্তের বর্ডার সিকিউরিটি ফোর্স কর্তৃপক্ষের আমন্ত্রণে উক্ত গ্রামে আয়োজিত একটি বিশেষ আলোচনা সভায় আনন্দমার্গের তরুন সন্ন্যাসিনী কৃষ্ণনগর ডিট এস এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা উপস্থিত ছিলেন৷

সভায় মুল আলোচ্য বিষয় ছি বর্তমানে সারা দেশ জুরে যে, এক শ্রেণীর পাচারকারী কর্তৃক নির্বিবাদে পুরুস, মহিলা ও শিশু পাচার করে দেশে-বিদেশে আন্তর্জাতিক ব্যবসায় লিপ্ত হয়ে সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা, এছাড়া সমাজের কলঙ্ক পণপ্রথা, নিরাপত্তাহীনতা, বাল্যবিবাহ ,শিক্ষা ক্ষেত্রেও মেয়েরা এখনো ব্রাত্য, আলোচনা সভায় এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়৷ বক্তাদের মধ্যে বিশেষ আমন্ত্রিত অতিথি ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা মেয়েদের এ বিষয়ে সচেতনতার বার্তা দেন৷ শিশু ও মহিলা পাচার রোধের উপায়, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা, সঠিক শিক্ষা, বাল্যবিবাহ বন্ধ, সমাজের অগ্রগতিতে নারীর ভূমিকা, সমাজে নারীর অধিকার, তা তিনি বিষদভাবে ব্যাখ্যা করেন ও মেয়েদের যোগ ও আসন সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেন৷ তিনি সবাইকে একযোগে এগিয়ে আসতে অনুরোধ করেন৷ অনুষ্ঠানের আয়োজক বি এস এফ কর্তৃপক্ষ ও সাধারন মানুষ তাঁর ভুয়সী প্রশংসা করেন৷ উক্ত গ্রামের বিশিষ্ঠ মহিলাদের উপস্থিতি উৎসাহ--- উদ্দিপনা আলোচনা সভাটিকে সমৃদ্ধ করেছে, তাঁরা হলেন শ্রীমতী কল্পনা বিশ্বাস, কাজল সরকার, বিথিকা সরকার, দীপিকা বৈরাগী প্রমুখ৷