বিবেক বাণীতে বিবেকানন্দ স্মরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

‘‘আমি একজন সমাজতন্ত্রী, এর সমর্থনে আমার ধারণা নিরন্ন  থাকার চাইতে অর্ধেক রুটিই শ্রেয়৷ আমি সেই ধর্ম বা ঈশ্বরের বিশ্বাস করি না যে নাকি বিধবার চোখের জল মুছতে পারে না, যে অনাথ শিশুর মুখে এক টুকরো রুটি দিতে অক্ষম গাঁয়ে গাঁয়ে বা, ঘরে ঘরে, যা লোকহিত জগতের কল্যাণের জন্য কিছু করে দেখা–নিজে নরকে যাও পরের মুক্তি হোক্৷ আহা–দেশের লোক খেতে পবতে  পাবেনা আর আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি, দেশের লোক দু’বেলা দু’মুঠো খেতে পায় না দেখে এক এক সময় মনে হয় ফেলে দিই তোর শাঁখ বাজানো ঘণ্টা, গডায় ফেলে দিই তোর লেখা পডা আর নিজে মুক্ত হওয়ার চেষ্টা ৷ এরা দিনরাত খেটেও অশন–বসনের সংস্থান কিছু করতে পারছে না৷ দে–সকলে মিলে  এদের চোখ খুলে দে৷ আমরা এদের অন্নবস্ত্রের ব্যবস্থা যদি না করতে পারলুম তবে আর কি হয়?’’