বিভিন্ন রাজ্যে  আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগরতলা ঃ গত ২৬, ২৪ ও ২৮শে জানুয়ারী ত্রিপুরার রাজধানী  আগরতলার কলেজটিলায়,  আনন্দমার্গের সেমিনার (ফার্স্ট ডায়োসিস) সেমিনার হয়ে গেল৷  এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন কলকাতার আনন্দমার্গ কেন্দ্রীয় কার্যালয় থেকে আগত আচার্য চিতিবোধানন্দ অবধূত ও আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত৷ তাঁরা আনন্দমার্গের আধ্যাত্মিক দর্শন, সমাজদর্শন ও প্রভাতসঙ্গীতের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন৷ আচার্য চিতিবোধানন্দ অবধূত ‘‘তারকব্রহ্ম’ বিষয়ের ওপর আলোচনা করতে গিয়ে বলেন, সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্মের সেতুস্থাপক সাধারণ বিন্দু হলেন তারকব্রহ্ম৷ তারকব্রহ্ম পাঞ্চভৌতিক শরীর ধারণ করে’ মহাসম্ভূতি রূপে পৃথিবীতে আবির্ভূত হন ও সদ্গুরুরূপে মানুষকে অপূর্ণতা থেকে পূর্ণতা অর্জনের পথ দেখান৷ আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত বলেন,বৈয়ষ্টিক বা সামূহিক জীবনের তিনটি দিক---অস্তি, ভাতি ও আনন্দ৷ অস্তি, বলতে বোঝাচ্ছে অস্তিত্ব রক্ষা’৷ প্রথমে হ’ল অস্তিত্ব রক্ষা৷ এরপর ‘ভাতি’ অর্থাৎ বিকাশ৷ মানুষের  জীবনে বা সমাজের ক্ষেত্রেও প্রথমে  আসে ‘অস্তিত্বে’র প্রশ্ণ৷ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান --- এই পাঁচটি নূ্যনতম প্রয়োজনের পুর্ত্তি  চাই অস্তিত্ব  রক্ষার  জন্যে ৷ এরপর তার বিকাশ৷ আর লক্ষ্য কী?  লক্ষ্য হল ‘আনন্দ প্রাপ্তি’৷ ‘আনন্দ’  মানে ‘সুখম অনন্তম্ আনন্দম্’ অর্থাৎ অনন্ত সুখ যা একমাত্র   আধ্যাত্মিক  ক্ষেত্রেই  সম্ভব৷ মানুষের জীবনের পরম লক্ষ্য  এই অনন্ত ‘আনন্দে ’ অর্থাৎ  ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত হওয়া৷ সহজ কথায়  মানুষকে  শরীর রক্ষা করতে হবে, মনের বিকাশ ঘটাতে হবে  ও জীবনের  পরম লক্ষ্য --- ব্রহ্ম সম্প্রাপ্তির সাধনা করতে হবে৷  সমাজে প্রথম দুটির জন্যে  প্রয়োজন একটা সুষ্ঠু সামাজিক -অর্থনৈতিক তত্ত্ব--- যা মানুষকে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার গ্যারান্টি দেবে ও যুগানুসারে ক্রমবর্ধমান চাহিদার  পরিপূর্তির জন্যে সবাইকে  প্রয়োজন মতো  ক্রয় মক্ষতা প্রদান করতে সক্ষম হবে৷ ‘প্রাউট’ হ’ল এই ধরনের এক সুষ্ঠু সামজিক- অর্থনৈতিক দর্শন৷

২৭শে জানুয়ারী আনন্দমার্গের  পক্ষ থেকে একটি বর্ণাঢ্য মিছিল আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সেমিনারস্থলে ফিরে আসে৷

করিমগঞ্জ ঃ ২,৩,৪ ফ্রেব্রুয়ারী অসমের করিমগঞ্জের নন্দীগ্রামে আনন্দমার্গের তিন দিনের সেমিনার অনুষ্ঠিত হয়৷ এখানে প্রশিক্ষক হিসেবে গিয়েছিলেন আচার্য আনন্দমার্গের কেন্দ্রীয় কার্যালয় থেকে আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত৷ অসমের বিশেষ করে বরাক উপতক্যা এলাকার  আনন্দমার্গীরা এই সেমিনারে যোগদান করেন৷

সীতামারি ঃ বিহারের সীতামারি থেকে প্রাপ্ত সংবাদে জানা যায় এখানে গত ২৬,২৭ ও২৮শে জানুয়ারী আনন্দমার্গের ফার্ষ্ট ডায়োসিস সেমিনারে উত্তর বিহারের বিভিন্ন জেলা থেকে আনন্দমার্গীরা যোগদান করেন৷ এখানে আনন্দমার্গের আধ্যাত্মিক  দর্শন ও সমাজদর্শন ও প্রভাত সঙ্গীতের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন আনন্দমার্গের সেক্টরিয়্যাল সেক্রেটারী আচার্য বিশুদ্ধাত্মানন্দ অবধূত৷ এখানেও যথারীতি আনন্দমার্গের বর্ণাঢ্য মিছিল শহর পরিক্রমা করে ও নারায়ণসেবারও বিশেষ আয়োজন করা হয়৷