সংবাদদাতা
আচার্য নিত্যসত্যানন্দ অবধূত
সময়
৩০শে এপ্রিল বিজন সেতু
তখন হয়েছে সকাল৷
জড়বাদী দানবের অস্ত্রাঘাতে
জনপদ হ’ল লালে লাল৷৷
এক এক করে হায় সতেরো জনের
ছিন্নভিন্ন হ’ল দেহ,
অনেকেই ছিল হায় পথের মাঝে
প্রতিবাদ জানাল না কেহ৷৷
বোনের চোখ দুটি উপড়ে নিল
ছুরি দিয়ে কাটল শরীর
ষোলটি ভাইয়ের খুনে পথ হ’ল লাল
ইতিহাসে পাবে না নজির৷
বিচারের বাণী আজও কাঁদে নীরবে
বিচার আজও হয় নাই৷
(তাই) দেশের মানুষ যত গর্জে ওঠো
বিচার চাই, মোরা বিচার চাই,
যত হত্যাকারীর মোরা শাস্তি চাই,
বিচার চাই, মোরা বিচার চাই....৷