আদালত অবমাননার দায়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি চিন্নাস্বামী কারনানকে ছয় মাসের কারাদণ্ডের সাজা শোনাল সুপ্রিম কোর্ট৷ স্বাধীন ভারতের এই ধরণের ঘটনা এই প্রথম৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আর এক বিচারপতিকে জেলে পাঠানোর নির্দেশ দেশবাসীকে হতবাক করেছে৷ গত ৯ই মে সকালে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে৷ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে.এস.খেহরের নেতৃত্বে ঘটিত সাংবিধানিক বেঞ্চ অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে তাঁকে গ্রেপ্তারের জন্যে পশ্চিমবঙ্গ পুলিশকে নির্দেশ দিয়েছে৷ এই খবর লেখা পর্যন্ত পুলিশ কলকাতা ও চেন্নাইয়ে চিন্নাস্বামীর বাসভবনে গিয়ে কোথাও তাঁকে পায়নি৷
বিচারপতি কারনানকে ইতোপূর্বে শীর্ষ আদালত চেন্নাই থেকে কলকাতা হাইকোর্টে বদলীর আদেশ দিয়েছিলেন৷ তখনই কারনান নিজেই এই বদলির নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন৷ তবে পরে তিনি আবার কলকাতা হাইকোর্টে যোগ দেন৷ এরপর ২০ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন৷ এই ঘটনায় শীর্ষ আদালত তাঁকে কোর্টে হাজির হতে নির্দেশ দেন৷ কিন্তু সেই নির্দেশ তিনি মানেন নি৷
১লা মে সুপ্রিম কোর্ট ৮ই ফেব্রুয়ারীর পর থেকে দেশের সমস্ত আদালত ট্রাইবুন্যাল ও কমিশনকে বিচারপতি কারনানের কোনও নির্দেশ কার্যকর না করার নির্দেশ দেন৷ এরপর ৯ই মে কারনানের বিরুদ্ধে ছয় মাস কারাদণ্ডের রায় ঘোষণা করেন৷