গত ১৪ই এপ্রিল রবিবার কোলাঘাট ব্লকের অন্তর্গত কাঁউরচণ্ডী আনন্দমার্গ স্কুলে মহাসমারোহে বিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাদিবস পালন করা হল৷ সকালে প্রভাতসঙ্গীত, নগর কীর্ত্তন ও মিলিত সাধনার পর জলযোগপর্ব৷ তারপর ছাত্র-ছাত্রাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ অভিভাবক-অভিভাবিকা ও স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷কোলাঘাট ইউনিটের মার্গীদের আন্তরিক অনুরোধে পূর্বমেদিনীপুরের ভূক্তিকমিটির মিটিংTeacher-in-charge মিটিং উক্ত স্কুলেই অনুষ্ঠিত হয়৷ আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত, আচার্য চিতিবোধানন্দ অবধূত ও ভূক্তিপ্রধান শ্রীসুভাষপ্রকাশ পাল প্রমুখ ব্যষ্টিরা সারাক্ষণ উপস্থিত থেকে সবাইকে উৎসাহ প্রদান করেন৷ সবশেষে মিলিত আহারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়৷
ডি.এস দাদা আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূতের অনুপ্রেরণায় পূর্বমেদিনীপুরে সেমিনার প্রোগ্রামগুলি সূচি অনুসারে হয়ে চলেছে৷ ২০শে এপ্রিল রঘুনাথবাড়ি আনন্দমার্গ স্কুলে এবং ২৭শে এপ্রিল মাগুরি আনন্দমার্গ স্কুলে পঞ্চায়েত লেভেল সেমিনার অনুষ্ঠিত হল৷ রঘুনাথবাড়ি পঞ্চায়েত সেমিনারে ক্লাস নেন শ্রী রঞ্জিত কুমার রাউত ও শ্রী সঞ্জিত বাগ এবং চৈতন্যপুর -১ পঞ্চায়েত সেমিনারে ক্লাস নেন শ্রী সুভাষ প্রকাশ পাল৷ শ্রীতারক কুমার রাণা ও শ্রী সুরজ কুমার বেরার ব্যবস্থাপনায় সেমিনারগুলি সুন্দরভাবে করা৷