বিদ্যাসাগরের মূর্ত্তি  ভাঙ্গার প্রতিবাদে ‘আমরা বাঙালী’র ধিক্কার মিছিল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শিলিগুড়ি ঃ গত ১৬ই মে শিলিগুড়ি শহরে ভক্তিনগর স্থিত ‘আমরা বাঙালী’ কার্যালয় থেকে কলিকাতায় বিদ্যাসাগরের মূর্ত্তি ভাঙ্গার প্রতিবাদে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে ধিক্কার মিছিল বেরিয়ে ফুলেশ্বরী বাজার, মহাবীর স্থান, কোর্টমোড় হয়ে শিলিগুড়ি শহর পরিক্রমা করে৷ চিলড্রেনস্ পার্কের  বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন দার্জিলিং জেলা সচিব সর্বশ্রী বাসুদেব সাহা, নীরোদ অধিকারী, রামপ্রসাদ সরকার, খুশিরঞ্জন মন্ডল, হারাধন ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ৷ সকলেই এই জঘন্য অপকর্মের তীব্র নিন্দা করে অবিলম্বে প্রশাসনের কর্র্তদের কাছে দোষীদের গ্রেপ্তার করে  কঠোর শাস্তি দানের দাবী জানান ও বাংলা ভাষা-সংসৃকতির ওপর আঘাত করার বিরুদ্ধে সমস্ত বাঙালী জাতিসত্তাকে গর্জে ওঠার আহ্বান জানান৷

কোচবিহার ঃ কোচবিহার শহরে কলিকাতায় বিদ্যাসাগর মূর্ত্তি ভাঙ্গার প্রতিবাদে ‘আমরা বাঙালী’ কোচবিহার শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের হয়৷ তারা শিলচরের ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ পথসভায় জেলাসচিব শ্রী প্রসন্ন কুমার রায়, সন্তোষ কুমার মোদক, স্বদেশ চন্দ্র সরকার ও শ্রী বাবলা দেব কলকাতায় বিদ্যাসাগরের মূর্ত্তি ভাঙার তীব্র প্রতিবাদ করেন ও দোষীদের খুঁজে বের করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দানের দাবী করেন৷ তাঁরা সরকারী-বেসরকারী সমস্ত কাজে বাংলা ভাষা ব্যবহারের দাবী জানান৷

ত্রিপুরা ঃ গত ১৯শে মে দক্ষিণ ত্রিপুরা ও সিপাহিজলাতে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে শিলচরের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ও একটি বিক্ষোভ মিছিল বের করে৷ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভাতে ‘আমরা বাঙালী’র বিভিন্ন নেতারা কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকারের বাংলা ভাষার প্রতি অবহেলার তীব্র প্রতিবাদ জানান৷