সম্প্রতি কেন্দ্রীয় উত্তরপূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী তথা বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যসভাপতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের পশ্চিমবাংলার উত্তরবঙ্গের জেলাগুলিকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মিলিয়ে দেওয়ার প্রস্তাবের মধ্যে বাংলা বিভাজনের ষড়যন্ত্র দেখতে পারছে ‘আমরা বাঙালী’ সংগঠন৷ ‘আমরা বাঙালী’র বক্তব্য বিজেপি মানেই বাংলা-বাঙালী বিদ্বেষী৷ শুধু সুকান্ত মজুমদার নন, ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ জেলাগুলি সহ বিহারের কিছু জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাব বাংলা ভাগেরই চক্রান্ত বলে কটাক্ষ করে নেতৃবৃন্দ৷ ৩০শে জুলাই ২০২৪,মঙ্গলবার দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সুকান্ত মজুমদার ও নিশিকান্ত দুবের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করে ‘আমরা বাঙালী’৷ ‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা ও কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপোময় বিশ্বাস বলেন- কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মুখে বাঙলা ভাগের প্রস্তাব অনভিপ্রেত৷ গোটা দেশে বিজেপির বিপর্যয়ের পরেও এদের শিক্ষা হয় না! শরিকদের সমর্থনে সরকার টেকাতে হয় যাদের তাদের মুখে এই ধরনের আলটপকা মন্তব্য হাস্যকর৷ এতদিন বলছিল উত্তরবঙ্গ কে আলাদা রাজ্য ঘটন করতে হবে, এখন আবার কি সব প্রলাপ বকছে৷ আসলে নেই কাজ তো খই ভাজ৷ এরা বাঙলা বাঙালীর চরম শত্রু, বাঙলার উন্নয়ন না করে বাঙলাতে বিভ্রান্ত সৃষ্টি করে প্রচারের আলোয় আসা এদের লক্ষ্য৷ আমরা পরিষ্কার বলে দিচ্ছি বাঙলা ভাগ আমরা মানবো না৷ উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা চলবে না৷ এর ফল বিপরীত হবে এটা যেন বিজেপির রাজ্য সভাপতি মনে রাখেন৷ একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে শরিক দের সমর্থনে কেন্দ্রে তৃতীয় বারের জন্য গদি দখল করে বাঙলাতে বঙ্গভঙ্গের উষ্কানী দিয়ে অস্থির অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে প্রতিটি বাঙালীকে ঐক্যবদ্ধ হতে হবে৷ কোন অজুহাতেই বাঙলা ভাগ মানবো না৷ বিজেপিকে জবাব দিতে হবে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য বাজেটে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? উত্তরবঙ্গের চা চাষের উন্নতির জন্য কি উন্নয়ন মূলক ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার? বিজেপি আগে এর জবাব দিক৷ নির্লজ্জ বাঙালী বিদ্বেষী বিজেপিকে ধিক্কার৷ এদিনের প্রতিবাদ সভাতে বক্তব্য রাখেন- আমরা বাঙালী কেন্দ্রীয় অর্থ সচিব মোহনলাল অধিকারী, কেন্দ্রীয় যুগ্মসচিব হিতাংশু বন্দ্যোপাধ্যায়, সমতট সাংগঠনিক সচিব জয়ন্ত দাশ, কেন্দ্রীয় সাংস্কৃতিক সচিব অনিতা চন্দ, সুনন্দা সাহা, কেন্দ্রীয় প্রচার সচিব উজ্জ্বল ঘোষ, কেন্দ্রীয় প্রকাশন সচিব প্রণতি পাল, বিকাশ বিশ্বাস, অরূপ মজুমদার, সুশীল জানা, শুভজিৎ পাল, সুদীপ দাশগুপ্ত, তপন সমাদ্দার প্রমুখ নেতৃত্ব৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়