বিজেপির নবান্ন অভিযান,  ধুন্ধুমার কাণ্ড, ইটবৃষ্টি, পুলিশের লাটিচার্জ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ১৩ই সেপ্ঢেম্বর বিজেপির নবান্ন অভিযান আটকে দিল পুলিশ৷ পরিকল্পনা মতো বিজেপি তিনটি পয়েন্ট থেকে মিছিল নিয়ে নবান্নের দিকে এগোতে থাকে৷  সাঁতরাগাছি থেকে মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী৷ হাওড়া ময়দান থেকে বিজেপির রাজ্য সভাপতি ও হাওড়া ব্রিজে দিলীপ ঘোষ৷ সাঁতরাগাছিতে মিছিল নিয়ে এগোনোর আগেই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে৷ তিনি  পুলিশকে কোন বাঁধা না দিয়ে সটান পুলিশের গাড়ীতে গিয়ে বসেন৷ তার সঙ্গে লকেট চ্যাটার্জীকেও গ্রেপ্তার করা হয়৷ অন্যদিকে হাওড়া ময়দান থেকে মিছিল নিয়ে এগোতে বাঁধা পেলে সুকান্ত মজুমদার সঙ্গীসাথী রাস্তাতেই বসে পড়েন৷ পুলিশের সঙ্গে  অনেকক্ষণ বাদানুবাদ চলে, শেষে তিনিও গ্রেপ্তার হন৷ দিলীপ ঘোষের নেতৃত্বে তৃতীয় মিছিলটিও আটকে যায় হাওড়া সেতুতে৷ তিনিও গ্রেপ্তার হন৷ অঘোষিত চতুর্থ মিছিলটি লালবাজারের উদ্দেশ্যে রওনা দেয়৷ সব জায়গাতেই পুলিশের কাছে বাধা পেয়ে বিজেপি সমর্থকরা৷ সাঁতরাগাছিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ ও ইটবৃষ্টি হয়, পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে, লাঠি চার্জ করে, লালবাজারে পুলিশের গাড়ী জ্বালিয়ে দেয় বিজেপি কর্মীরা৷