বইমেলায় ‘আমরা বাঙালী’র যুদ্ধবিরোধী বিক্ষোভ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসী হানা বন্ধ করা ও শান্তি চাওয়ার বার্র্ত নিয়ে আমরা -বাঙালীর পক্ষ থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে (২০২২) গেলে পুলিশ কে কাজে লাগিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেওয়া হয় ‘আমরা বাঙালী’ কর্মী সমর্থকদের৷ তবু তাঁদের দমিয়ে রাখা যায়নি৷ মেলায় প্রবেশের গেটের বাইরে দাঁড়িয়ে ব্যানার হাতে বিক্ষোভ দেখায় আমরা বাঙালী কর্মীরা৷

বাঙালী ছাত্রযুব সমাজের সচিব তপোময় বিশ্বাস জানান ---রাজ্য পুলিশের আচরণের প্রতিবাদ জানিয়ে প্রাঙ্গণের বাইরেই আমরা শান্তির বার্র্ত নিয়ে মানুষের কাছে পৌঁছেছি৷

বিক্ষোভে বক্তব্য রাখেন জয়ন্ত দাশ, তপোময় বিশ্বাস৷ এছাড়া উপস্থিত ছিলেন---বাপী পাল,মোহন অধিকারী, সুশীল জানা, তপন মুখার্জী, নন্দিতা মজুমদার, সাগরিকা পাল, প্রণতি পাল, সুবোধ কর প্রমুখ৷