বিমল গুরুংদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে শিলিগুড়িতে প্রতিদিনই  আমরা বাঙালী বিক্ষোভ মিছিল ও পথসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শিলিগুড়ি: দার্জিলিংয়ে খুনী সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী  বিমল গুরুং ও তার সহকর্মীদের  অবিলম্বে গ্রেফতারের দাবীতে ও গোর্খাল্যান্ড আন্দোলনের প্রতিবাদে   শিলিগুড়িতে আমরা বাঙালী দলের পক্ষ থেকে প্রতিদিনই বিক্ষোভ মিছিল বেরুচ্ছে ও বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হচ্ছে৷ জনগণও ব্যাপকভাবে আমরা বাঙলীর মিছিলগুলিতে ও পথসভাগুলিতে  স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছেন ও  বাঙলাভাগের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন৷

গত ১০ই জুলাই বিকেলে আমরা বাঙালীর পক্ষ থেকে বাঙলা ভাগের চক্রান্তের প্রতিবাদে পথসভা হয় শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে (হাওড়া পেট্রোল পাম্প)-এর সামনে৷ এই পথসভায় বক্তব্য রাখেন আমরা বাঙালীর কেন্দ্রীয় সাংঘটনিক সচিব খুশী মন্ডল ও জলপাইগুড়ি জেলা সচিব কেশব সিংহ৷

শ্রী খুশী মন্ডল বলেন, গোর্খারা নেপাল থেকে  জীবিকার  সন্ধানে এখানে এসেছে৷ পশ্চিম বাংলা তাদের আশ্রয় দিয়েছে৷ তারা এদেশের নাগরিক নয়, তবুও পশ্চিমবঙ্গ তাদের অন্ন জুগিয়েছে৷ আর উল্টে এখন তারা পশ্চিম বাংলার বুকে ছুরি চালাতে বদ্ধ পরিকর৷ এটা যে কত বড় বিশ্বাসঘাতকতা---তা  ভাবা যায় না!

শ্রীকেশব সিং বলেন, ১৯৫০ সালে ভারত-নেপাল চুক্তিতে পরিষ্কার বলা হয়েছে, নেপালীরা ভারতে আসতে পারবে , জীবিকা অর্জন করতে পারবে, কিন্তু এখানকার নাগরিকত্ব পাবে না৷ ১৯৫০-এর পূর্বে অতি সামান্য সংখ্যক গোর্খা  দার্জিলিং-এ ছিল৷ পরে তারা স্রোতের মত দার্জিলিংয়ে প্রবেশ করেছে৷ তাই এদের অধিকাংশই এখানকার আইনগতভাবে নাগরিকই নয়৷ কম্যুনিষ্টরা এদের  মন জয় করে নিজেদের পায়ের তলাকার মাটি শক্ত করতে এদের ‘গোর্খাল্যান্ড’ সেন্টিমেন্ট দিয়ে উস্কিয়েছে৷ কম্যুনিষ্টদের এটাই চরিত্র! ত্রিপুরাতেও  এরা সেখানকার উপজাতিদের বাঙালীদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তাদের (উপজাতিদের) কব্জা করতে চেয়েছিল৷ এদের বিচ্ছিন্নতাবাদী নীতির জন্যে দেশের বিভিন্নস্থানে আজ নানান সমস্যার সৃষ্টি হয়েছে৷ মোরারজী দেশাই প্রধানমন্ত্রী হয়ে দার্জিলিংয়ে এসে স্পষ্ট ভাষাতেই বলে দিয়েছিলেন, যদি গোর্খাল্যান্ড আন্দোলন করতে হয়, তাহলে নেপালীরা যেন তাদের নিজেদের দেশ নেপালে গিয়ে আন্দোলন করে, এখানে নয়৷ এখানে তাদের কোনো বৈধ অধিকার নেই৷ গায়ের জোরে সন্ত্রাস সৃষ্টি করে বাঙালী ও অন্যান্য অনেপালীদের ওখান থেকে তাড়িয়ে তারা বাঙলা ভেঙ্গে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য বানাতে চায়৷

শ্রী কেশব সিং বলেন, বাঙলার বাঙালীরা কোনোমতেই আর বাঙলা ভাগ হতে দেবে না৷ গোর্খারা যদি বাঙলার সমাজ-সংসৃকতির সঙ্গে মিলেমিশে বাস করতে চায়, তাহলে তারা এখানে থাকতে পারে, না হলে তাদের দার্জিলিং ছেড়ে চলে যেতেই হবে৷

১০ই জুলাই সন্ধ্যায় আমরা বাঙালীর পক্ষ থেকে শিলিগুড়ির জলপাই মোড়েও এক পথসভা আয়োজন করা হয়৷ এখানে বক্তব্য রাখেন দেবাশিস দেব ও খুশী মন্ডল ৷ দেবাশিস দেব বলেন, বিমল গুরুংদের বিরুদ্ধে মদন তামাং হত্যা সহ নানান গুরুতর অভিযোগ রয়েছে৷ তার ওপরে এরা সরকারী সম্পত্তি নষ্ট, অগ্ণি সংযোগ,  ভাঙ্গচুর প্রভৃতি চালিয়ে যাচ্ছে৷  এই সমস্ত সমাজদ্রোহী, দেশদ্রোহীদের অবিলম্বে গ্রেফতার করা উচিত৷ আমাদের বিস্ময় লাগে, কীভাবে এরা আদালতের রায় অমান্য করে ঘুরে বেড়াচ্ছে ও অবাধে দার্জিলিংয়ে সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে৷ রাজ্য  ও কেন্দ্রীয় সরকার উভয়েরই অবিলম্বে বিমল গুরুং ও তার, সহকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত৷

১১ই জুলাই গোর্খাল্যান্ড আন্দোলনের প্রতিবাদে আমরা বাঙালীর পক্ষ থেকে পথসভা হয় প্রথমে কোর্টমোড়ে ট্রেজারী বিল্ডিংয়ের সামনে৷ এখানে বক্তব্য রাখেন কেশব সিং ও খুশী মন্ডল৷ এখানে কেশব সিং বলেন, ব্রিটিশ আমল থেকে শুরু করে এক নাগাড়ে দেশী-বিদেশী পঁুজিবাদী ও শোষকগোষ্ঠী বার-বার বাঙলা ভাগ করে বাঙলাকে দুর্বল করে এর ওপর শোষণ চালিয়েছে৷ ব্রিটিশ আমলের পর ভারত স্বাধীন হওয়ার সময়েও বাঙলাকে ভাগ করা হয়েছে ও টুকরো টুকরো করে বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত করা হচ্ছে৷ আবার বাঙলা ভাগের চক্রান্ত চলছে৷ আর নয়, কোনোমতেই আমরা বাঙলা ভাগ হতে দেব না৷

খুশী মন্ডলও বলেন, যারা আবার বাঙলা ভাগ করে গোর্খাল্যান্ড বানাতে চাইছে সেই বিমল গুরুংদের  বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে কঠোর হস্তে দমন করতে হবে৷  এক পেছনে কেন্দ্রের শাসকদলের চক্রান্তের তিনি তীব্র প্রতিবাদ করেন৷

১২ই জুলাই শিলিগুড়িতে বিধান রোডে গোষ্ঠ গোপালের মূর্ত্তির সামনে আমরা বাঙালীর তরফ থেকে পথসভা হয়৷ এই পথসভায় বিকাশ বিশ্বাস মিন্টু বিশ্বাস, দেবাশিস দেব ও খুশীরঞ্জন মন্ডল অবিলম্বে বিমল গুরুংদের গ্রেফতারের দাবী করেন৷ বিকাশ বিশ্বাস গোর্খাল্যান্ড আন্দোলনের ইতিহাস ও গোর্খাদের ইতিহাস তুলে ধরে বলেন, গোর্খারা বিদেশী, দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড আন্দোলনের সাংবিধানিক বৈধতা নেই ও বাঙলার বিরুদ্ধে এ হল চরম বিশ্বাসঘাতকতা৷ মিন্টু  বিশ্বাস বাঙলার সমস্ত মানুষকে একযোগে বাঙলা ভাগের এই চক্রান্তের প্রতিবাদে গর্জে  উঠতে আহ্বান জানান৷

এদিন সন্ধ্যার পর হাকিমপাড়ায় পাকুড়তলা মোড়ে আমরা বাঙালীর পথসভা অনুষ্ঠিত হয়৷ এই পথসভাতেও  বিকাশ বিশ্বাস, মিন্টু বিশ্বাস, দেবাশিস দেব ও খুশীরঞ্জন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন৷  বিকাশ বিশ্বাস  গোর্খাল্যান্ড আন্দোলনের তীব্র প্রতিবাদ  জানিয়ে বলেন, আর বাঙলা ভাগ নয়, বরং বাংলার সমস্ত টুকরো টুকরো অঞ্চল একত্রিত করে বাঙালীদের নিজ বাসভূমি ‘বাঙালীস্তান’ গড়ার জন্যে বৃহত্তর আন্দোলনে গড়ে তুলতে  সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে৷