তিন মাস ধরে দার্জিলিংয়ের সর্বনাশা বনধে সাধারণ মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে বাধ্য হয়ে দিন কাটাচ্ছে ৷ বাড়িতে খাবার নেই, ছেলেমেয়েদের পড়াশোণা বন্ধ, চাবাগান, হোটেল, দোকানপাট, প্রভৃতি বন্ধ থাকায় কাজকর্ম নেই, বেতন নেই, বোনাসের সম্ভাবনাও সম্পূর্ণ অন্ধকারে--- এ অবস্থায় পাহাড়ের মানুষ মরিয়া হয়ে বনধের বন্ধন থেকে বেরিয়ে আসতে চাইছে৷ বনধের বিরুদ্ধে চাপা ক্ষোভ সর্বত্র সর্বত্র পুঞ্জিভূত হচ্ছে, অথচ প্রকাশ করতে পারছিল না৷ এ অবস্থায় নবান্নের বৈঠক সেরে মোর্র্চ নেতা বিনয় তামাং কার্শিয়াংয়ে এই সর্বনাশা বনধ্ প্রত্যাহারের ঘোষণ করেন৷ তাতে মোর্র্চ প্রধান ক্রুদ্ধ হয়ে তাঁর গোপন ডেরা থেকে বিনয় তামাং ও তাঁর সহযোগী অনিত থাপাকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে দল থেকে বহিস্কারের ঘোষণা করেন৷
এতদিন মোর্চার পক্ষ থেকে গোপনে দার্জিলিংয়ে এখানে ওখানে বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল৷ কিন্তু এবার বিনয় তামাং সবচেয়ে যে বড়ো বিস্ফোরণ ঘটালেন, এ বিস্ফোরণ সূক্ষ্ম ধরণের, এর লক্ষ্য মোর্র্চ প্রধান বিমল গুরুং৷ বিনয় তামাং ও অনিত থাপা ঘোষণা করেন তাঁরা বিমল গুরুংয়ের ফতোয়ার বিরুদ্ধে কোর্টে যাবেনই, তাছাড়া বিমল গুরুং ও রোশণ গিরিদের পর্বত প্রমাণ দুর্নীতির কথাও ফাঁস করে দেবেন৷ বিনয় তামাং বলেন , ‘আমাকে সপরিবারে খুন করার জন্যে গুরুং নেপাল থেকে ভাড়াটে গুন্ডা এনেছে৷ তিনি পরিষ্কার ভাবে মন্তব্য করেন, ফ্লোরিডা, লন্ডন, মুম্বাই,গঁুরগাঁওয়ের ও নেপালের পোখরাতে গুরুংদের কোথায় কোথায় ফ্ল্যাট, হোটেলের ব্যবসা, জমি-বাড়ি আছে, কত টাকা সরকারী অর্থ কিভাবে আত্মসাৎ করেছে সব হিসেব তাঁর কাছে আছে, সব ফাঁস করে দেবেন৷