সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে ও সেরাম গ্রুপের সহযোগিতায় গত ১৬ই এপ্রিল সংঘটনের অডিটোরিয়ামে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হ’ল৷ শিবিরে জেনারেল মেডিসিন, চক্ষু পরীক্ষা, ই.সি.জি., ব্লাড সুগার ইত্যাদি বিভাগের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন৷ শিবিরে শতাধিক রোগী উপস্থিত ছিলেন৷
শিবিরে হোমিওপ্যাথি চিকিৎসারও ব্যবস্থা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে৷ সংস্থার কর্ণধার শ্রীসঞ্জীব আচার্য সহ বিশিষ্ট ব্যষ্টিবর্গ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ শ্রীসঞ্জীববাবু ভবিষ্যতে এই ধরণের শিবির আরো করার অঙ্গীকার করেন৷