সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৭ই মার্চ মঙ্গলবার দোলযাত্রায় ভগবান পরমপুরুষ বীরভূম জেলার আমড়াতে গত ১৯৫৮ সালে পদার্পন করেছিলেন৷ সেই উপলক্ষ্যে মহাসমারোহে দিনটি পালন করা হল৷ সিউড়ির আচার্য বিজয়েশানন্দ অবধূত ও বর্ধমান এর অবধূতিকা আনন্দ কল্যাণী আচার্যা ও বীরভূম জেলার সমস্ত মার্গী ভাই-বোন, দাদা-দিদি উপস্থিত ছিলেন আমড়াতে ৰাৰার আসার গল্প শোণান নবতিপর মার্গী জিতেন মণ্ডল৷ প্রভাত সঙ্গীত ও তিন ঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্ কীর্ত্তন হয়, মিলিত সাধনা, গুরুপূজা স্বাধ্যায় হয় পরে মিলিত আহার ও নারায়ণ সেবা করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভুক্তিপ্রধান মানবেন্দ্র ঘোষাল৷