বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন পি. ভি. সিন্ধু

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

ভারতের ব্যাডমিণ্টন তারকা পি ভি সিন্ধু গত ১৮ সেপ্ঢেম্বর ২০১৭ কোরিয়া সুপার সিরিজের ফাইনালে জাপানের প্রতিযোগী নজমি ওকুহারাকে হারিয়ে  প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের খেতাব জয় করলেন৷ সিন্ধু জিতলেন ২২-২০, ১১-২১ ও ২১-১৮ পয়েণ্টের ফলে৷

উল্লেখ্য ২৮ আগষ্ট গ্লাসগোতে জাপানী খেলোয়াড়ের বিরুদ্ধে স্বপ্ণের লড়াই লড়েও খেতাব জিততে পারেননি সিন্ধু৷ সিন্ধুকে রূপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল৷

কোরিয়াতে ফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্ত্ত ছিল রুদ্ধশ্বাসে ভরা৷ যে কেউ জিততে পারে---এমন অবস্থা৷ অবশেষে সিন্ধু হারিয়ে দিলেন ওকুহারাকে৷ প্রথম বেশ আক্রমণাত্মক মেজাজে দুই প্রতিদ্বন্দ্বী পরস্পর পরস্পকেআক্রমণ করছিলেন৷ শেষে গেমটি জেতেন সিন্ধু৷ দ্বিতীয় গেমে জাপানী প্রতিযোগী দারুণভাবে লড়াইয়ে ফেরেন ও সেটটি জিতে নেন৷ ফাইনাল গেমে অবশ্য সিন্ধু আর ভুল করেননি৷ ওকুহারা যথেষ্ট লড়লেও শেষ রক্ষা করতে পারেননি৷ হারতে হয় তাঁকে সিন্ধুর কাছে৷

হায়দরাবাদী তারকা সিন্ধুর জয়ে উচ্ছ্বসিত ভারতের চলচ্চিত্র তারকা অমিতাভ বচ্চন থেকে শুরু করে সমস্ত ক্রীড়ানুরাগীরা৷ আগামীতে জাপানে ব্যাডমিণ্টন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন সিন্ধু৷