বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়ানশিপে অষ্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন রিকি

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আই.পি.এল শেষ হলেই বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়ান শিপ ফাইনাল৷ আগামী ৭ই জুন থেকে শুরু হবে সেই টেষ্ট৷ ভারত বনাম অস্ট্রেলিয়ার সেই ম্যাচের আগে পন্টিং বলেন, ‘‘সূর্য কুমারকে  অবশ্যই রাখা উচিত ছিল৷ তবে ভারতীয় দলের বিশেষ চমক হতে পারে ঈশান কিশন৷ ও অনেকটা ঋষভ পন্থের মতো খেলে৷ ঈশানের যা প্রতিভা তাতে মিডল অর্ডারে ও দলের ভরসা হতে পারে৷ লোকেশ রাহুল না থাকায় ঈশান বা শ্রীকর ভারতের  মধ্যে একজনকে তো খেলাতেই হবে৷ ভারতীয় ব্যাটস্‌ম্যানরা যদি সকলে নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারে, তা হলে খুব আক্রমণাত্মক খেলা হবে৷ ভারতের সুবিধা হবে৷ অষ্ট্রেলিয়াও হয়তো সেইভাবেই খেলতে চেষ্টা করবে৷’’

গত তিনবারের বিশ্বকাপজয়ী এরপর বলেন, ‘‘ম্যাচটা যদি ভারতে হত, তা হলে আমি বলতাম অস্ট্রেলিয়ার জেতা কঠিন ছিল৷ অস্ট্রেলিয়ায় খেলা হত, তাহলে ভারতের পক্ষে কঠিন হত৷ ইংল্যাণ্ডের  মাটিতে খেলা হওয়ার দুই দল সমান জায়গায়৷ কী রকম আবহাওয়া হবে আমরা জানি না৷ তবে ওভালে অস্ট্রেলিয়া একটু সুবিধা পেতে পারে৷ কারণ সেখানকার উইকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কিছুটা মিলে যায়৷’’

ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলিও এখন নিজের ফর্মে রয়েছেন৷  বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়ান শিপের ফাইনালের আগে যা অস্ট্রেলিয়ার জন্য চিন্তার কারণ৷