আন্তর্জাতিক বিশ্বনারী দিবস (৮ই মার্চ) সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনসন ফেডারেশনের উদ্যোগে সংঘটনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল একটি প্রাণবন্ত অনুষ্ঠান৷ প্রতিবছরই সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এই দিনটিকে পাল করে আসছে৷ এবারের অনুষ্ঠানে প্রায় শতাধিক মহিলাকে সংঘটনের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও সংঘটনের কর্মধারার সঙ্গে যুক্ত মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠানের প্রারম্ভে সংঘটনের সম্পাদক সঞ্জীব আচার্য সংক্ষিপ্ত ভাসন দেন৷ তিনি বলেন, সমস্ত রকম ভাল কাজের পেছনেই থাকে মহিলাদের অবদান৷ সম্বর্ধনার মাঝে মাঝে সম্বর্ধিত মহিলারা কেউ কেউ আবৃত্তি ও অনেকে সংগীত পরিবেশন করেন৷ সবমিলিয়ে নারী দিবসে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন একটা সুন্দর অনুষ্ঠান উপহার দিল সকলকে৷ এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী শ্রীমতি যুথিকা চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়