বিশ্ববিদ্যালয়ে আনন্দমূর্তিজীর উপর সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুরুলিয়া সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ, ও আনন্দমার্গ কলেজ, আনন্দনগরের সহযোগিতায় ১৯শে সেপ্ঢেম্বর এক দিনের জাতীয় সেমিনারের আয়োজন করা হয়৷ ভারতীয় দর্শন ও ভাষাতত্ত্বে শ্রীশ্রীআনন্দমূর্তিজীর্ অবদান নিয়ে বিশেষ সেমিনার ছিল৷ উপাচার‌্য অধ্যাপক ধনঞ্জয় রক্ষিত (এসকেবিইউ) প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ আনন্দমূর্তিজীর দর্শন, নব্যমানবতাবাদ, সামাজিক-অর্থনৈতিক তত্ত্বের উপর আচার্য দিব্যচেতনানন্দ অবধূত সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিদ্বৎজনেরা তাঁদের মূল্যবান বক্তব্য আলোকপাত করেন৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করা হয়৷ অনেক গবেষক উপরোক্ত বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন৷ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়৷আনন্দনগরে আর ইয়ূ মিটিং

নিজস্ব সংবাদদাতা ঃ ২৮শে সেপ্ঢেম্বর’২৪ রেণেশাঁ ইয়ূনিবার্সাল ক্লাব, আনন্দনগর শাখার উদ্যোগে আনন্দমার্গ হাইস্কুলে ওয়ার্ল ভিয়ূ শীর্ষক আলোচনায় মূখ্য বক্তা ছিলেন জার্মানি থেকে আগত মিঃ কেলভিন৷ তিনি তথ্য প্রমাণ দিয়ে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করেন৷ উপস্থিত সকলেই উচ্ছসিত প্রশংসা প্রকাশ করেন৷