বিশ্বচ্যাম্পিয়ানশিপ টেস্ট ম্যাচে এবারে সুযোগ পাবে কি বঙ্গসন্তান ঋদ্ধি!

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ঋদ্ধিমান ভারতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নেমে ছিলেন ২০২১ সালের ডিসেম্বরে৷ তারপর তাঁকে একপ্রকার দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল৷ ঋদ্ধি দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে, আগামী দিনে তাঁকে দলে আর নেওয়া হবে না৷  তরুণদের সুযোগ দিতে হবে৷ ঋষভ পন্থকে প্রথম উইকেট রক্ষক হিসেবে ও শ্রীকর ভরতকে দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে দলে নেওয়া হবে৷ ২০২২ সালের শুরুতেই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন বিরাট৷ আর ঋদ্ধিকেও তারপর থেকে দলে সেভাবে দেখা যায়৷ এরপর রোহিত শর্মার অধিনায়ত্বের সময় ঋদ্ধিকে আর কোনভাবেই দেখা যায়নি দলে খেলতে৷ কিন্তু চলতি আইপি.এল গুজরাটের হয়ে বিধবংসী তার প্রদর্শন দেখার পর আপ্লুত হন বিরাট কোহলি তিনি শুভেচ্ছা জানান ঋদ্ধিকে, আরও বলেন ঋদ্ধি শুরু থেকেই মারমুখী ছিলেন৷  বিরাট ঋদ্ধির খেলা টিভিতে দেখে পোষ্ট করেন ‘‘কি অসাধারণ ক্রিকেটার৷’’

তাই সামনে বিশ্বচ্যাম্পিয়ানশিপ টেস্ট৷ সেই প্রতিযোগিতায় ঋষভ খেলতে পারবে না কারণ তিনি এখনও পুরোপুরি ভাবে সুস্থ নন৷ আই.পি.এলে খেলতে গিয়েও চোট লাগে লোকেশ রাহুলের৷ তিনিও খেলতে পারবেন না৷ দলের এমন পরিস্থিতিতে ঋদ্ধিকে দলে নিতে অনেকেই মতামত দিচ্ছেন৷ শ্রীকর ভারত এখন পর্যন্ত ঠিকমতো তৈরী হয়নি মাঠে সিরিজে উইকেট কিপিং-এর জন্য তা আগের ম্যাচেই বুঝেছেন অনেকেই, তাই এমন সবাই ঋদ্ধিকেই দলে নেওয়ার কথা ভাবছেন৷ কিন্তু সেটা কি আদৌ সম্ভব হবে! সেটাই এখন দেখার পালা৷