বিশ্বে সুখী দেশের তালিকায় নেপাল পাকিস্তানের পরে ভারত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২০শে মার্চ বিশ্ব সুখ দিবস৷ ২০২৫ সালের সুখী দেশের তালিকা প্রকাশ করে রাষ্ট্র সংঘ৷ ১৪৭টি দেশের মধ্যে ২০২৪ সালে ভারতের স্থান ছিল ১২৬৷ ২০২৫-এ কয়েক ধাপ নেবে হয়েছে ১১৮৷ তবে নেপাল ও পাকিস্তানের পিছনে আছে ভারত৷ পাকিস্তান ১০৯ নম্বরে ও নেপাল রয়েছে ৯২ স্থানে৷

সুখী দেশের তালিকায় এক নম্বরে আছে ফিনল্যাণ্ড৷ গত আট বছর ফিনল্যাণ্ড তালিকার শীর্ষে থাকছে৷ ভারতের প্রতিবেশী বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতের থেকে পিছিয়ে আছে৷ বাংলাদেশ ১৩৪তম স্থানে ও শ্রীলঙ্কা ১৩৩ নম্বর স্থানে আছে৷ চীনের স্থান ৬৮ নম্বরে৷ আমেরিকা ২৪তম স্থানে৷ সবার পিছনে আফগানিস্তান ---১৪৭তম স্থানে৷

দেশের জীবন যাপনের মান, মাথাপিছু জিডিপি, সামাজিক সহায়তা, স্বাস্থ্যকর জীবন, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, উদারতা, দুর্নীতির ধারণা, নিরপেক্ষতা,পরিবেশসহ বিভিন্ন মাপকাঠিতে নাগরিকদের মতামত বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ প্রতিবেদনে উদারতা ও দুর্নীতির মানে ভারত অনেকটা পিছিয়ে আছে৷