সংবাদদাতা
পি.এন.এ.
সময়
আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকী ছিল ১১৯তম জন্মদিন পালনের জন্য৷ কিন্তু তার আগেই প্রয়াত বিশ্বের প্রবীনতম মহিলা লুসাইল র্যাণ্ডন৷ মঙ্গলবার ভোর রাতে ফ্রান্সের টুলন শহরের একটি নার্সিংহোমে মারা যান তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৮ বছর৷ ১৯০৪ সালের ১১ই ফেব্রুয়ারী দক্ষিণ ফ্রান্সের অ্যালেস শহরে জন্মগ্রহণ করেন ওই সন্ন্যাসিনী৷ ভালবেসে সকলে ডাকত ‘সিস্টার আন্দ্রে’ বলে৷ আজীবন ঈশ্বর ও মানুষের সেবাই ছিল তার ব্রত৷ ২০২১ সালে ১১৬ বছর বয়সে কোভিড আক্রান্ত হন লুসাইল৷ দিব্যি সুস্থও হয়ে ওঠেন৷ সেই সময় একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই সন্ন্যাসিনী বলেছিলেন, কাজ করলে তুমি জীবনকে উপভোগ করতে পারবে৷ আমি ১০৮ বছর পর্যন্ত দিব্যি কাজ করে গিয়েছি৷ কিন্তু বয়সের কাছে শেষমেশ হার মানতেই হল৷